নারায়ণগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি ছাত্রনেতা ফারহানা মানিক মুনা ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৃজয় সাহা বলেছেন, গত ১২ ডিসেম্বর সকালে দেওভোগ পাক্কা রোড নিবাসী শিক্ষার্থী সীমান্ত বিশ্ববিদ্যালয় যাওয়ার পথে মর্গ্যান স্কুল সংলগ্ন রোডে ছিনতাইয়ের শিকার হয়। ২ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সীমান্ত গতকাল ১৪ ডিসেম্বর রাত ১০টায় মৃত্যুবরণ করে।
তারা আরও বলেন, এই ঘটনা নারায়ণগঞ্জ শহরে নতুন নয়। হরহামেশাই শহরের বিভিন্ন জায়গায় ছিনতাইয়ের ঘটনা ঘটছে। সকাল-রাতে ছিনতাইয়ের শিকার হতে হচ্ছে নারায়ণগঞ্জবাসীকে। বহু শিক্ষার্থীকে সকালে তাদের পড়াশুনার জন্যে বাইরে যেতে হয় এবং রাতে ফিরতে হয়৷ সীমান্তের ক্ষেত্রেও এমনটিই ছিলো। ক্লাশ করতে ঢাকার উদ্দেশ্যে বের হয়ে সীমান্ত ছিনতাইয়ের শিকার হয় এবং ছুরিকাহত হয়ে মারা যায়। কয়েক বছর আগে ২০১৭ সালে একইভাবে ছিনতাইয়ের কবলে পরে নিহত হন বাংলাদেশ ছাত্র ফেডারেশন ফতুল্লা থানার সংগঠক তরুণ সাংবাদিক শাহরিয়াজ শুভ্র। এতো বছরেও শহরের উন্নতি ঘটেনি। বরং হয়েছে অবনতি।
তারা বলেন, শ্রমিক অঞ্চলগুলোতে শ্রমিকদের অর্থ ছিনিয়ে নেয়া, জখম হওয়া, রিক্সা-সিএনজি চালকের মৃত্যু এসব শহরের নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। এমনকি গত ৯ ডিসেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হামলার শিকার হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
এক সময় নারায়ণগঞ্জ গডফাদারের শহর ছিল উল্লেখ করে তারা বলেন, এক সময়, গডফাদারের এই শহর ছিলো সন্ত্রাসের আঁতুড়ঘর। কিন্তু অভ্যুত্থান পরবর্তী এই সময়ে জেলা গডফাদারমুক্ত হয়েছে তবে এসকল অপরাধের শেল্টার হাউজ কারা হচ্ছে তাই আজ জনতার প্রশ্ন। আমরা নাগরিক নিরাপত্তা চাই, স্বস্তিতে-নির্ভয়ে নিজ জেলায় বসবাস করতে চাই।
শিক্ষার্থী সীমান্ত হত্যার বিচার দাবি করে তারা বলেন, আমরা সীমান্ত হত্যার বিচারের দাবি জানাই। পাশাপাশি চাই শহরের নিরাপত্তা। এই ছিনতাইয়ের উপদ্রব থেকে রক্ষা পেতে প্রয়োজন প্রশাসনিক কঠোর অবস্থান। ছিনতাই উপদ্রব রুখতে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করতে হবে। ছিনতাইয়ের স্পট চিহ্নিত করে সেখানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং ছিনতাইকারী-ডাকাত এদের রাজনৈতিক শেল্টারগুলো খুঁজে বের করে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করে বিগত সকল ছিনতাই-ডাকাতির ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
১৫ ডিসেম্বর রোববার গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে তারা এ দাবি জানায়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available