মিজানুর রহমান, কুতুবদিয়া, (কক্সবাজার) প্রতিনিধি: মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক বলেছেন, বিদেশ থেকে লবণ আমদানি বন্ধ রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঠপর্যায়ে চাষিদের সর্বোচ্চ ৫০০ টাকায় লবণ বিক্রির সুযোগ করে দিয়েছেন। যার কারণে গত মৌসুমে তুলনায় ৩০-৩৫ হাজার মেট্রিক টন বেশি লবণ উৎপাদন হয়েছে ।
২৬ এপ্রিল বুধবার ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও উত্তর লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাকে অভ্যর্থনা অনুষ্ঠানের বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিদ্যালয়ের অধ্যক্ষ মোর্শেদুল আলমের সভাপতিত্ব ও সহকারী শিক্ষক সেলিম বাহাদুরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার দীপংকর তঞ্চঙ্গ্যা, সহকারী কমিশনার (ভূমি) জর্জ মিত্র চাকমা, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক হাজী তাহের, জেলা পরিষদের সদস্য নুরুল ইসলাম ভুট্টো, বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আবুল কালাম, কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবর, দক্ষিণ ধুরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ প্রমুখ।
এর আগে, মুসলমানদের সর্বশ্রেষ্ঠ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলাআওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ দ্বীপের ধুরুং বাজারে সর্বস্তরের জনসাধারণের সঙ্গে এ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে ধুরুং ছমদিয়া আলিম মাদ্রাসার শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে যোগ দেন এমপি আশেক ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available