ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের জগন্নাথপুর ব্রিজ সংলগ্ন এলাকায় সিএনজি ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।
আজ ১৬ ডিসেম্বর সোমবার সকাল পৌনে ১০টার দিকে এই ঘটনা ঘটে। দুর্ঘটনার পর দুই কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে নরসিংদীর নিলকুটি এলাকা থেকে ২টি কাভার্ড ভ্যান ভৈরবের উদ্দেশ্যে আসছিলো। সিএনজিও ভৈরবের দিকে আসছিলো। কার্ভার ভ্যান দুইটি যখন ভৈরবের জগন্নাথপুর ব্রিজ পার হয় তখন
সিএনজিটি অভারটেক করেতে গিয়ে দেখে বিপরীত দিক থেকে আরেকটি গাড়ি আসছে তখন সিএনজিটি দুই কাভার্ড ভ্যানের মধ্যে ডুকে পড়ে। এ সময় সিএনটি প্রথমে সামনের কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এরপর পিছন থাকা অপর কাভার্ড ভ্যানটি সিএনজিকে চাপ দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা ২ জন পুরুষ ও ৩ জন নারীর মৃত্যু হয়।
ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজু মিয়া জানান, সিএনজি ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে সিএনজি চালকসহ ৫ জন নিহত হয়েছে। কাভার্ড ভ্যান দুইটি আটক করে থানায় নেয়া হয়েছে। কিন্তু চালক দুইজন পলাতক। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available