ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনা উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে পালিত হয়েছে মহান বিজয় দিবস ২০২৪।
১৬ ডিসেম্বর সোমবার ভোর সকালে ইটনা থানার মাঠে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের সূচনা হয়। সকাল ৮টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংলগ্ন স্বাধীনতা স্মারকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু বকর সিদ্দিক এবং উপজেলার বিভিন্ন সরকারি ও আধা সরকারি দপ্তরে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এছাড়াও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ইটনা থানার অফিসার ইনচার্জ মো. মনোয়ার হোসেনসহ পুলিশ সদস্যরা, উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাবৃন্দ, ইটনা ফায়ার সার্ভিস স্টেশন, মহেশ চন্দ্র সরকারি মডেল শিক্ষা নিকেতন, ইটনা বালিকা উচ্চ বিদ্যালয়, ইটনা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ইটনা নূরপুর দারুচ্ছালাম দাখিল মাদ্রাসা, রাজেন্দ্র আশালতা আদর্শ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক সংগঠন।
পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল ৮টা ৪৫ মিনিটে সর্বস্তরের মানুষের সঙ্গে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সিদ্দিক এবং ইটনা থানার অফিসার মো. মনোয়ার হোসেন।
সকাল ১০টায় শুরু হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দেশাত্মবোধক গান এবং নৃত্য পরিবেশনা। বেলা সাড়ে ১০টায় বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিজয় মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা।
বেলা সাড়ে এগারোটায় বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা ও আলোচনা সভা শেষে সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available