• ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ রাত ০৩:১০:৫৮ (05-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ রাত ০৩:১০:৫৮ (05-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নারায়ণগঞ্জে জামিনে মুক্তির আগে কারাগারে আসামীর মৃত্যু

১৬ ডিসেম্বর ২০২৪ দুপুর ০২:২৭:২৩

নারায়ণগঞ্জে জামিনে মুক্তির আগে কারাগারে আসামীর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা কারাগারে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামী আব্দুল আউয়াল (৬২) নামের এক বৃদ্ধ হাজতির জামিনে মুক্তির আগে মৃত্যু হয়েছে।

১৬ ডিসেম্বর সোমবার কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেন। নিহত হাজতি আব্দুল আওয়াল জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার আব্দুর রহমানের ছেলে। স্থানীয় আওয়ামী লীগ নেতা ছিলেন বলে জানা যায়।

এর আগে ১৫ ডিসেম্বর রোববার দিবাগত রাত আড়াইটার দিকে আওয়ালকে মারাত্মক অসুস্থ্য ও অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে জামান বলেন, আমার বাবার বিরুদ্ধে দুটি মিথ্যা মামলা দেয়া হয়। তিনি বয়স্ক মানুষ। সিদ্ধিরগঞ্জ হাউজিং প্লট মালিক সমিতির সভাপতি ছিলেন। তাকে ২ সেপ্টেম্বর গ্রেফতার করে পুলিশ। রোববার হাইকোর্ট থেকে দুটি মামলায় তার জামিন করাই। বাবাকে জেল থেকে বের করতে পারলাম না। জামিনে মুক্তির আগে এভাবেই মারা গেলেন তিনি।

মোহাম্মদ ফোরকান ওয়াহিদ জানান, আব্দুল আউয়াল সিদ্ধিরগঞ্জ থানার একটি হত্যা মামলার আসামী ছিলেন। অসুস্থ হয়ে পড়ায় তাকে প্রথমে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নেয়া হয়। আমরা ঢাকা জেলা কারাগারের মাধ্যমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে তিনি মারা যান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সরিষাবাড়ীয় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
৪ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৫১:৫৬