মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়ে বরণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। ১৬ ডিসেম্বর সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচিতে শহীদের যথাযথ সম্মানে স্মরণ করা হয়।
সূর্যোদয়ের পর শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় সংগীত পরিবেশন করে জাতীয় পতাকা উত্তোলন, সালাম প্রদর্শন, কুচকাওয়াজ, শান্তির প্রতীক পায়রা ওড়ানো, আলোচনা সভা, আহত ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
প্রথম অধিবেশনে শেষে উপজেলা পরিষদ কম্পাউন্ডে বিজয় মেলা উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি এসএম ফয়েজ উদ্দিন আহমেদ, শিবালয় থানা অফিসার ইনচার্জ আল মামুন।
রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপি যুগ্ম সম্পাদক সত্যন কান্ত পণ্ডিত ভোজন, উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী লাভলু, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিন, কোশাধ্যক্ষ আলাউদ্দিন, উপজেলা যুবদল আহ্বায়ক মো. হোসেন আলী, সদস্য সচিব মো. সোহেল রানা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শহীদুল ইসলাম, সদস্য সচিব মো. সাইদুর রহমান, ছাত্র নেতা আজিজুল হাকিম, ছাত্র প্রতিনিধি হীরা, রিয়াদ, নাহিদ প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available