সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা-আড়িয়াল খাঁ নদী থেকে বালু ও মাটি লুটের গড ফাদার হিসেবে পরিচিত ব্যক্তি মো. আহাদ খাঁ। ঢেউখালী ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুস খানের পুত্র সে।
২০১৪ সাল থেকে স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরি নিক্সনের দোহাই দিয়ে ও তাকে ভাই পরিচয় দিয়ে রাতারাতি ক্ষমতা ও অর্থের মালিক বনে যান তিনি। তার বিরুদ্ধে সদরপুর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। ১৬ ডিসেম্বর সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে চন্দ্রপাড়া বাজারের একটি দোকান থেকে তাকে গ্রেফতার করে।
জানা যায়, মো. আহাদুজ্জামান খাঁ ওরফে আহাদ খা ১৯৮৪ সালে সদরপুর উপজেলার চন্দ্রপাড়া সুলতানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকেই ওই স্কুলের দপ্তরি হিসেবে নিয়োগ পায়। সে সময়ে কোনো মতে সংসার চললেও ভাগ্যবদলের চাবি পেয়ে যান ২০১৪ সালের মাঝামাঝি সময়ে। ২০১৪ সালে যখন ফরিদপুর-৪ আসনে সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন মুজিবুর রহমান চৌধুরি নিক্সন, তখন আহাদ খাঁ স্কুলের চাকুরি বাদ দিয়ে যোগদেন স্থানীয় সাংসদের সাথে। এরপর সে এমপিকে দাদা ভাই বলে সম্বোধন করে এলাকায় আধিপত্য বিস্তার শুরু করেন। অনেক গরীব মানুষের জায়গা জমি দখলে করেন। এরপর তার নিজ বাড়ি চন্দ্রপাড়া এলাকার পাশেই বয়ে চলা পদ্মা-আড়িয়াল খাঁ নদী থেকে শুরু করেন অবৈধভাবে বালু উত্তোলন। নিয়মিত বালু উত্তোলন করে চন্দ্রপাড়ার প্রায় এক অংশ গ্রামের জায়গা দখল করে বালুমাটির স্তূপ (বেড) তৈরি করেন। শতশত বিঘা জমির উপর স্বীকৃত বালু বিক্রি শুরু হয় এবং কামাতে থাকেন লক্ষ লক্ষ টাকা। এছাড়াও এলাকায় ইয়াবার ব্যবসা চালাতেন বলেও নাম প্রকাশে অনিচ্ছুক অনেক এলাকাবাসী জানিয়েছেন।
রাজনীতিতে এসে হঠাৎ আলাউদ্দিনের চেরাগ হাতে পাওয়ায় মাদক ও নদীর অবৈধ বালু বিক্রির টাকায় ভাঙ্গা বাড়ি থেকে তৈরি করেন আলিশান ডুপ্লেক্স বাড়ি। যে বাড়িতে এমপি নিক্সন চৌধুরীর ছবি টাইলস দিয়ে বাধিয়ে দিনরাত ভক্তি করলেও ৫ আগস্টের পর ওই ছবি আবার ভেঙ্গে ফেলেন। ছবি ভাঙার ওই ভিডিও ফেসবুকে ভাইরাল হলে আহাদ প্রকাশ্যে বিএনপি নেতা হিসেবে পরিচয় দিতে থাকেন।
একজন সামান্য স্কুল দপ্তরি থেকে এখন কোটি কোটি টাকার মালিক বনে যাওয়া এই আহাদের দ্বারা নির্যাতনের শিকার হওয়া নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক অনেক এলাকাবাসী বলেন, আহাদকে পুলিশ আটক করায় আমরা অনেক খুশি। ওর বিরুদ্ধে সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক।
এ ব্যাপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ মোতালেব হোসেন জানান, আহাদের বিরুদ্ধে বিভিন্ন মানুষের অভিযোগ রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available