স্টাফ রিপোর্টার, পঞ্চগড়: মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পঞ্চগড়ে পৃথকভাবে র্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দিবসটি উপলক্ষে ১৬ ডিসেম্বর সোমবার বিকেলে পঞ্চগড় সার্কিট হাউজের সামনে থেকে পঞ্চগড় জেলা ছাত্রশিবিরের আয়োজনে একটি বর্নাঢ্য বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি জেলা শহরের পঞ্চগড়-তেতুঁলিয়া মহাসড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড় এলাকায় এসে শেষ হয়।
পরে সড়কের ধারে এক সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্রশিবির। এ সময় জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী মো. রাশেদের সঞ্চালনায় সভাপতি জুলফিকার আলী, জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল প্রধান, সাবেক সভাপতি নুরে আলম সালেহী প্রমুখ বক্তব্য রাখেন।
এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার আয়োজনে শহরের জেলা জজ কোর্টের সামনে থেকে একটি বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি জেলা শহরের পঞ্চগড়-তেতুঁলিয়া মহাসড়ক প্রদক্ষিণ করে শেরে বাংলা পার্কের মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শহীদদের স্মরণ করেন। একই সাথে গত ১৬ বছরে শিকার হওয়া নানা লাঞ্ছনা ও বঞ্চনার কথা উল্লেখ করে নতুন বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available