নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেছেন, তারা ধমক দিয়ে নারায়ণগঞ্জ খালি করতে চেয়েছিল। অথচ তারা নিজেরাই নারায়ণগঞ্জ ছেড়ে পালিয়ে গেছে। কারণ, তারা নারায়ণগঞ্জের মানুষকে জিম্মি করেছিল, এ শহরকে তারা লুটপাট করে খেয়েছে। তাই সকল শ্রেণীর মানুষ এই গডফাদারদের বিরুদ্ধে মাঠে নেমে তাদের প্রতিহত করেছে।
১৬ ডিসেম্বর সোমবার বিকেলে শহরের মাসদাইর ঈদগাহ মাঠে বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা যুবদলের বিজয় র্যালির পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে একথা বলেন।
তিনি বলেন, তারেক রহমান এ মানচিত্র রক্ষা করতে বৈষম্যবিরোধী আন্দোলনে আমাদের মাঠে নামিয়ে হাসিনার বিদায় নিশ্চিত করেছেন। বিগত ১৬ বছর আমরা নারায়ণগঞ্জে থাকতে পারিনি। আমাদের বাড়ি ছাড়া করা হয়েছিল। বাড়ি ছাড়া হলেও আমরা কিন্তু রাজপথ ছেড়ে যাইনি।
সমাবেশ শেষে হাজারো নেতাকর্মীর বিশাল র্যালি ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক হয়ে শহরের প্রাণকেন্দ্র চাষাড়া পর্যন্ত প্রদক্ষিণ করে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available