নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেছেন, বিএনপির একটাই আশা। এই বিজয়কে চূড়ান্ত বিজয়ে রূপান্তরিত করা। সেটা হচ্ছে অচিরেই একটি গণতান্ত্রিক নির্বাচন করা। যে নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষ তাদের নেতা নির্বাচিত করতে পারবে।
১৬ ডিসেম্বর সোমবার বিজয় দিবস উপলক্ষে ফতুল্লা থানা বিএনপির বিজয় র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি একথা বলেন।
বিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, আমরা আশা করি, অচিরেই একটি জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হবে এবং ৩১ দফা বাস্তবায়নে কাজ হবে। আমরা খুব দ্রুতই একটি জাতীয় সংসদ নির্বাচন করতে পারবো এই আশাই ব্যক্ত করছি।
এর আগে সকালে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মো. চৌধুরীর নেতৃত্বে ফতুল্লা ডিআইটি মাঠ থেকে র্যালি শুরু হয়। বেলা ১১টায় বিজয় র্যালি বের হলেও ১০টা থেকে ফতুল্লা থানার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন, বাদ্যযন্ত্র নিয়ে ফতুল্লা ডিআইটি মাঠে আসতে শুরু করে। সময় গড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। পরে বলা ১১টার দিকে বিজয় র্যালিটি বের হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ সড়ক দিয়ে পঞ্চবটী বাসস্ট্যান্ড গিয়ে শেষ হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available