• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৩৫:০৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৩৫:০৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

রাজনীতি

বিএনপিকে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসতে হবে: মায়া

২৭ এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৬:৪২:৫৮

বিএনপিকে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসতে হবে: মায়া

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) বলেছেন, যথা সময়ে জাতীয় সংসদ নির্বাচন হবে। বিএনপিকে আমরা দাওয়াত দিয়ে নির্বাচনে আনব না। তারা যদি নির্বাচনে আসার নামে নির্বাচন বানচাল করার চেষ্টা করে, তাহলে রাজপথেই তার জবাব দেওয়া হবে।

২৭ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির উদ্দেশ্যে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, কারো যদি মন চায় জনগণকে সেবা করবে। তাহলে ক্ষমতায় আসতে হবে। আর ক্ষমতায় আসার সিঁড়ি হল নির্বাচন। নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসতে হবে। এছাড়া আর বিকল্প কোন কিছু চিন্তা করলে, আমরা তার উচিৎ জবাব দিয়ে দেব এবং দেশি বিদেশি ষড়যন্ত্র রুখে দেব। তাই ষড়যন্ত্র না করে নির্বাচনে এসে প্রমাণ দেখান, আপনারা কতটুকু জনপ্রিয়।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সবসময় উন্নয়নে বিশ্বাসী। যতবার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে ততবারই উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের জন্য রাত-দিন কাজ করে যাচ্ছেন। তাই আওয়ামী লীগই হচ্ছে জনগণের আস্থার সরকার। আগামী দিনে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় এনে জনগণ তার প্রমাণ দিয়ে দিবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন। উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মিনহাজ উদ্দিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, শাহজাহান প্রধান প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য রাধেশ্যাম সাহা চান্দু, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য আহসান উল্লাহ হাসান, সাবেক ইউপি সদস্য আঃ মতিন মর্তুজা, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ স্বপন, এখলাছপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বাদশা মিয়া, ছাত্রলীগ নেতা ফুয়াদ মোল্লাসহ আরও অনেকে। 
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫