কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে শিহান (২৬) নামের এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনায় মোবাইল ফোনের সূত্র ধরে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
১৭ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, প্রথমে নিহত শিহানের চুরি হওয়া মোবাইল ফোন কারবারি আনোয়ার হোসেনের কাছ থেকে উদ্ধার করা হয়। আনোয়ারের দেওয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় অন্য অভিযুক্তদের শনাক্ত করা হয়। সোমবার রাতে সালনা, কোনাবাড়ি, বাসন এবং টঙ্গীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, ময়মনসিংহের ধোবাউরা উপজেলার আমগাছীহান্দা গ্রামের তাকওয়া পরিবহনের চালক সরওয়ার হোসেন (২৮), কুড়িগ্রামের রৌমারি উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের সিএনজি চালক নাজিম উদ্দিন (৩৫), কুড়িগ্রামের উলিপুর থানার মধুপুর গ্রামের সিএনজি চালক ফুল ইসলাম (৪২), লক্ষ্মীপুর সদরের জামেরতলী গ্রামের আজমেরি বাসের হেলপার জুযেল (২৪), জয়পুরহাটের মোহনপুর গ্রামের তাকওয়া বাসের স্টাফ মিলন (২৭) এবং ভোলার চরফ্যাশনের সুলতান বয়াতির ছেলে ও চায়ের দোকানদার আনোয়ার হোসেন (৩৫)।
গত বৃহস্পতিবার ভোরে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হানিফ স্পিনিং মিলের সামনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। অফিসে যাওয়ার পথে শিহান ছিনতাইকারীদের হামলার শিকার হন। এ ঘটনায় শিহানের বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন।
নিহত শিহান উপজেলার মৌচাক জামতলা এলাকার বাসিন্দা নান্নু মিয়ার ছেলে। তিনি উত্তরায় একটি কল সেন্টারে চাকরি করতেন।
পুলিশ জানায়, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অধ্যয়নরত শিহান ভোরবেলায় ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তার হাঁটুতে ছুরিকাঘাত করে মোবাইল ফোন, স্টুডেন্ট কার্ড, ভিসা কার্ডসহ মানিব্যাগ এবং হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়। ঘটনাস্থলেই শিহানের মৃত্যু হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available