চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে অটো-সিএনজি মালিক সমিতি সংগঠনকে চাঁদা দিতে অস্বীকার করায় মো. আরমান মোল্লা (২২) নামে এক চালককে মারধর করে পিক-আপ ভাঙচুরের অভিযোগ উঠেছে। ২৭ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে কোদালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে আহতদের উদ্ধারকরে নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়। পিক-আপ চালক মো. আরমান মোল্লা উপজেলার রেখাই পুখুরিয়া গ্রামের মো.মিরাজ মোল্লার ছেলে।
জানা যায়, চৌহালী-নাগরপুর-টাংগাইল সড়কে প্রতিদিন শতাধিক অটোরিকশা এবং সিএনজি চলাচল করে। অভিযুক্তরা টোল আদায়ের নামে প্রতিটি অটোরিকশা ও সিএনজি থেকে প্রতিদিন ২০ টাকা করে চাঁদা আদায় করে।
পিক-আপ চালক ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, জোতপাড়া থেকে চালক মো. আরমান মোল্লা যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। এ সময় জোতপাড়া ঘাট থেকে তার কাছে সংগঠনের কথা বলে ৩টি পিক-আপ থেকে ৬০০ টাকা চাঁদা নেয়। এরপর কয়েক কিলোমিটার যাওয়ার পর কোদালিয়া এলাকায় একই সংগঠনের নামে আবারও চাঁদা চাওয়া হয়। এসময় চালক চাঁদা নিতে অস্বীকৃতি জানালে অতর্কিতভাবে তার ওপর চড়াও হন চাঁদাবাজরা। তারা আরমান মোল্লাকে এলোপাথারি কিল-ঘুষি এবং লাথি মেরে জখম করে। এক পর্যায়ে তার পিক-আপটি ভাঙচুর করা হয়।
চৌহালী থানা অফিসার ইনচার্জ মো. হারুন-অর-রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পরিস্থিতি শান্ত আছে। আমরা অভিযোগ পেয়েছি এবং এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available