নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ অন্তত ৩ জন আহত হয়েছেন। ১৭ ডিসেম্বর মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যক্তির নাম মো. রনি (৩২)। তিনি পাঁচদোনা এলাকার শাহীন মিয়ার ছেলে। আহত অন্যান্যরা হলেন- একই এলাকার পাঁচদোনা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আলম মিয়া (৫৫) ও শুভ (১৯)। তাদের প্রত্যেকেই স্থানীয় মোসাদ্দেক গ্রুপের বলে প্রাথমিকভাবে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে স্থানীয় বিএনপি নেতা মো. লাল মিয়া মেম্বার ও মোসাদ্দেক হোসেন সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষকারীরা টায়ারে আগুন দিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, বিএনপির দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধসহ ৩ জন আহত হয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available