টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে বাহার ছড়া মেরিন ড্রাইভ রোডে ১৩,০০০ পিস ইয়াবাসহ একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। এসময় প্রাইভেট কারটির চালককেও আটক করা হয়।
২৭ এপ্রিল বৃহস্পতিবার মেরিন ড্রাইভ রোডের শীলখালী এলাকায় বিজিবিরি অস্থায়ী চেকপোস্টে তল্লাশি অভিযান পরিচালনা করে এই মাদকসহ প্রাইভেট কারটি জব্দ করা হয়।
এসময় পাচার কাজে জড়িত থাকার দায়ে মোহাম্মদ বেলাল উদ্দীন (৪০) কে আটক করেছে বিজিবি। সে স্থানীয় সাবরাং ইউনয়িনের কাটাবুনিয়া গ্রামের আব্দুল খালেকের পুত্র।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দীন আহমেদ।
তিনি বলেন, সকালে কক্সবাজারগামী একটি প্রাইভেট কার মেরিন ড্রাইভের শীলখালী চেকপোস্টে পৌছালে তল্লাশী অভিযান চালায় টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বরত সদস্যরা। এসময় চালকের আচরণ সন্দহেজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে প্রাইভেটকারের বাম পাশের চাকার মর্টার গেইটের ভেতরে অভিনব কায়দায় ফিটিং করা ১৩০০০ পিস ইয়াবা পরিবহনের কথা স্বীকার করে।
এসময় ইয়াবাসহ মোহাম্মদ বেলাল উদ্দীনকে আটক করা হয় । সে সাথে তার প্রাইভেট কারটিও জব্দ করে বিজিবি সদস্যরা।
বিজিবি সুত্র জানায়, ইয়াবা ও জব্দকৃত প্রাইভটকারসহ আটক মাদক কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available