স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে প্রায় ৫০ কোটি টাকার মূল্যের সরকারি ১ একর ১০ শতাংশ জমি জবর দখল হয়ে যাচ্ছে। এই দখল চলছে উপজেলার শ্রীপুর পৌরসভার কেওয়ার পূর্ব খন্ড গ্রামের ফখরুদ্দিন টেক্সটাইল মোড়ে। অবৈধভাবে দখল হওয়া জমি সরকারের ১ নং খাস খতিয়ানভুক্ত।
১৭ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে গিয়ে দেখা যায়, ওই জমিতে মার্কেটের আট থেকে দশটি দোকান নির্মাণ কাজ চলছে। খবর পেয়ে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে ভূমি প্রশাসন। দখলের অভিযোগ রয়েছে শ্রীপুর পৌর কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ওই গ্রামের মৃত আ. গফুরের ছেলে মো. মতিউর রহমান ও একই গ্রামের মমতাজ উদ্দিন ওরফে মুন্তু মিয়ার ছেলে শাজাহান ও শাহীন, জসিম উদ্দিনের ছেলে হালিমের বিরুদ্ধে।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ৭নং কেওয়া মৌজার ১নং খতিয়ানভুক্ত সিএস ও এসএ ১৯৪৯ নং দাগের আরএস ১২৬৩৫ দাগে ৯২শতাংশ এবং ১২৬৩৬ নং দাগে ১৮ শতাংশসহ মোট ১ একর ১০ শতাংশ সরকারি খাস জমি রয়েছে। প্রায় ৫০ কোটি টাকা মূল্যের এ জমি দীর্ঘ দিন যাবত জবর দখল হয়ে আছে।
ওই জমিতে গড়ে উঠেছে বহু সংখ্যক দোকান, বাড়ি, মার্কেটসহ বিভিন্ন অবৈধ স্থাপনা। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশ হওয়ার পর ওই জমিতে সরকারি মালিকানার সাইনবোর্ড দেয়া হয়। তবে দখলকারীরা সাইনবোর্ড ফেলে নির্বিগ্নে চালাচ্ছে যাচ্ছে তাদের নির্মাণ কাজ। খাস জমি দখল করে নির্মাণ করা হচ্ছে দোকান।
মঙ্গলবার দুপুরে ওই সরকারি খাস জমিতে দোকান নির্মাণের কাজ করছিলেন অভিযুক্তরা। খবর পেয়ে শ্রীপুর পৌর ভূমি অফিসের কর্মকর্তারা গিয়ে কাজ বন্ধ করে দেন।
কৃষকদল নেতা মতিউর রহমান খাস জমি দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, এটা আমাদের জমি। ভুলবশত সরকারের নামে আরএস রেকর্ড হয়েছে। এ বিষয়ে আদালতে মামলা রয়েছে।
শ্রীপুর পৌর ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) মো. আ. লতিফ জানান, ওই স্থানে সরকারি খাস ও ব্যক্তির জমি রয়েছে। সীমা নির্ধারণ করা না থাকায় জটিলতা সৃষ্টি হয়। জমিতে সারকারি সাইনবোর্ড দেয়া ছিলো। খবর পেয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল জানান, খবর পেয়ে পৌর ভূমি কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে। সরকারি জমি জবরদখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available