• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা পৌষ ১৪৩১ দুপুর ১২:১৪:১২ (18-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা পৌষ ১৪৩১ দুপুর ১২:১৪:১২ (18-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বিস্ফোরক মামলায় চেয়ারম্যানসহ ২ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

১৮ ডিসেম্বর ২০২৪ সকাল ০৮:৪৭:৫৭

বিস্ফোরক মামলায় চেয়ারম্যানসহ ২ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: বিস্ফোরক মামলায় জামালপুরের ইসলামপুরে চেয়ারম্যানসহ দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ১৬ ডিসেম্বর সোমবার ইসলামপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- ইসলামপুর সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. হাবিবুর রহমান শাহীন, গোয়ালের চর ইউনিয়নের কাছিমার চর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলাইমান হক ও ব্যবসায়ী ফজলুল হক।

ইসলামপুর থানার এস.আই. শামসুজ্জামান গ্রেফতারারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিস্ফোরক ও ভাঙচুরে সোমবার রাত সাড়ে ৮টায় এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গোয়ালেরচর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আলমগির হোসেনের আইডি থেকে ঝটিকা মিছিলের ভিডিওটা পাওয়া যায়।

ভিডিওতে দেখা যায়, ইসলামপুর উপজেলার গোয়ালেরচর  ইউনিয়নের সভারচর কারিপাড়া এলাকায় গোয়ালেরচর ইউনিয়ন ঝটিকা মিছিলে যুবলীগ কর্মী এস কে সূজন খাঁর নেতৃত্ব সভারচর দাখিল মাদ্রাসা শহিদ মিনার হতে বের হয়ে কারিপাড়া এলাকা প্রদক্ষিণ করে পুনরায় শহিদ মিনার এসে মিছিলটি সমাপ্তি করে। এছাড়াও গোয়ালের চর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন, যুবলীগ কর্মী মো. আক্কাসসহ অনেকেই মিছিলে উপস্থিত ছিলেন।

ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে একটি ঝটিকা মিছিল বের হয়। সেখানে প্রায় ১৫ থেকে ১৮ জন ছাত্রলীগের নেতাকর্মী ছিলেন। মিছিল থেকে শেখ হাসিনা বীরের ভেসে আসবে ফিরে বাংলাদেশে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আজকের এই দিনে মুজিব তোমায় মনে পড়ে, শেখ শেখ শেখ মুজিব, লও লও লও সালাম, শেখ হাসিনা সরকার, বার বার দরকার, মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস, কে বলেরে মুজিব নাই, মুজিব সারা বাংলাসহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে শোনা যায়।

উল্লেখ্য, ১৬ ডিসেম্বর ইসলামপুর উপজেলা গোয়ালেরচর ইউপির কারিপাড়া গ্রামের বিএনপির জেলা ছাত্রদলের সমাজ কল্যাণ সম্পাদক ও সাবেক সভাপতি গোয়ালেরচর ইউনিয়নের হাফিজুর বাদী হয়ে ১২৮ জনের নাম উল্লেখ করে আরও ২০০/২২০ আওয়ামী লীগ নেতার নামে এজাহার দায়ের করে। ইসলামপুর থানায় একটি বিস্ফোরক ও চাঁদাবাজির মামলা দায়ের করেন।

এ মামলার আসামীরা হলেন- ইসলামপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও গোয়ালেরচর ইউনিয়নের কাছিমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ এক ব্যবসায়ী।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ  গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি  জানান, বিস্ফোরক ও ভাঙচুরে সোমবার রাত ৮টায় এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গোয়ালের চর ইউনিয়নে কারীপাড়া এলাকায় বাদির অভিযোগ দায়ের করার পর থানার পুলিশ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টঙ্গীর ইজতেমা মাঠে বিজিবি মোতায়েন
১৮ ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:০৮:৫৮