• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা পৌষ ১৪৩১ দুপুর ০১:৫৪:০১ (18-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা পৌষ ১৪৩১ দুপুর ০১:৫৪:০১ (18-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শাহরাস্তির খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি করায় যুবকের ৬ মাসের কারাদণ্ড

১৮ ডিসেম্বর ২০২৪ সকাল ১০:৪২:৫২

শাহরাস্তির খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি করায় যুবকের ৬ মাসের কারাদণ্ড

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে ডিলারের দোকানে টিসিবি পণ্যের গায়ের লেবেল পরিবর্তন করে বিক্রি করার অপরাধে মো. জহিরুল ইসলাম শাওন (৩৬) নামের এক জনকে ৬ মাসের জেল দিয়েছেন মোবাইল কোর্ট।

১৭ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বেরনাইয়া বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসির আরাফাত। ব্যবসায়ী মো. জহিরুল ইসলাম শাওন ছনুয়া গ্রামের মো. হাসান পাটোয়ারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরনাইয়া বাজারের দিহান ইভান পাইকারি স্টোরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে রোকেয়া এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী টিসিবির ডিলার মো.জহিরুল ইসলাম শাওনের দোকান থেকে ৪৫টি তীর ব্র‍্যান্ডের সয়াবিন তেলের লেবেল পাওয়া যায়। এছাড়া, টিসিবি কার্ডধারীদের মাঝে বিতরণের জন্য ১০টি খোলা কার্টুন, তাকে সাজিয়ে রাখা ৬টি এক লিটার এবং ১টি দুই লিটার সয়াবিন তেলের বোতল উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে টিসিবি ডিলার মো. জহিরুল ইসলাম শাওন টিসিবি পণ্যের গায়ের লেবেল পরিবর্তন করে দোকানে খুচরা বিক্রয়ের বিষয়টি স্বীকার করেন। বিগত ৪-৫ মাস ধরে তিনি এভাবে লেবেল পরিবর্তন করে খোলাবাজারে বিক্রয় করছেন বলে জানান।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসির আরাফাত বলেন, বোতলের গায়ের লেবেল পরিবর্তন করে ডিলারের দোকানে খোলাবাজারে বিক্রি করা হচ্ছিল টিসিবির তেল। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মোতাবেক মো. জহিরুল ইসলাম শাওনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







রেমিট্যান্স বেড়েছে ২৬ শতাংশ: আসিফ নজরুল
১৮ ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:৩৮:১৯