• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা পৌষ ১৪৩১ দুপুর ০২:০৫:৫৪ (18-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা পৌষ ১৪৩১ দুপুর ০২:০৫:৫৪ (18-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

১৪৪ ধারার কারণে স্থান পরিবর্তন করে বিএনপির সমাবেশ

১৮ ডিসেম্বর ২০২৪ সকাল ১০:৫০:৫০

১৪৪ ধারার কারণে স্থান পরিবর্তন করে বিএনপির সমাবেশ

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের কচুয়া উপজেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারার কারণে স্থান পরিবর্তন করে অস্থায়ী মঞ্চে সমাবেশ করেছে উপজেলা বিএনপি। ১৭ ডিসেম্বর মঙ্গলবার বিকেল চারটার দিকে উপজেলার সাইনবোর্ড বাজার জামে মসজিদের সামনের সড়কে একটি ট্রাকের উপর মঞ্চ বানিয়ে সমাবেশ করেন নেতাকর্মীরা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান। কচুয়া উপজেলা বিএনপির সভাপতি হাজরা আছাদুল ইসলাম পান্নার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. অহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এমএ সালাম, সাবেক সহ-সভপাতি মনিরুল ইসলাম খান, যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, বিএনপি নেতা সরদার জাহিদুল ইসলাম প্রমুখ।

বক্তব্যে জেলা প্রশাসক ও সাবেক সংসদ সদস্য এমএইচ সেলিমের সমালোচনা করেন বিএনপির নেতারা। এছাড়া সমাবেশে কচুয়া উপজেলা বিএনপি ও অংগসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মঙ্গলবার দুপুরে কচুয়া উপজেলার গোয়ালমাঠ এলাকার মাজেদা বেগম কৃষি প্রযুক্তি কলেজ মাঠে কলেজেটির প্রতিষ্ঠাতা ও বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিমকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিল কলেজ কর্তৃপক্ষ। অন্যদিকে পার্শ্ববর্তী গোয়ালমাঠ রশিক লাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে একই সময়ে কচুয়া উপজেলা বিএনপি জনসভার ঘোষণা দেয়া হয়। এ নিয়ে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সহিংসতা এড়াতে ১৬ ডিসেম্বর সোমবার রাতে ১৪৪ ধারা জারি করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ।

তবে ১৪৪ ধারা জারির পরেও উপজেলা বিএনপি ও জেলা বিএনপির নেতাকর্মীরা সমাবেশ করার কথা বলে আসছিলেন। কলেজ মাঠ ও মাধ্যমিক বিদ্যালয় মাঠে মঞ্চও প্রস্তুত ছিল। তবে কলেজ মাঠে কোনো নেতাকর্মী জড়ো না হলেও, দুপুর থেকে বিদ্যালয় মাঠে বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। বিকেল ৩টা নাগাদ কয়েক হাজার নেতাকর্মী মাঠে উপস্থিত হন। জেলা বিএনপির আহবায়কসহ শীর্ষ নেতারা মঞ্চে অবস্থান করেন। তবে কিছুক্ষণ পর জেলা বিএনপির শীর্ষ নেতারা নিজেদেরকে আইনের প্রতি শ্রদ্ধাশীল দাবি করে মাইকে ঘোষণা দিয়ে মঞ্চ থেকে নেমে যান। এক কিলোমিটার দূরে সাইনবোর্ড বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অস্থায়ী মঞ্চ বানিয়ে সমাবেশ করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন, দেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে, সিপাহি-জনতার ঐক্যবদ্ধ চেতনার মতো আমাদের ইস্পাত কঠিন ঐক্য ধরে রেখে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও অখণ্ডতা রক্ষা করতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নওগাঁয় হানাদার মুক্ত দিবস পালিত
১৮ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:৫৮:৪১







রেমিট্যান্স বেড়েছে ২৬ শতাংশ: আসিফ নজরুল
১৮ ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:৩৮:১৯