• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা পৌষ ১৪৩১ বিকাল ০৩:৫০:২৩ (18-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা পৌষ ১৪৩১ বিকাল ০৩:৫০:২৩ (18-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফটিকছড়িতে বিএনপি নেতাদের হাতে এসিল্যান্ড লাঞ্ছিত !

১৮ ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:৩৬:১০

ফটিকছড়িতে বিএনপি নেতাদের হাতে এসিল্যান্ড লাঞ্ছিত !

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপি নেতা কর্নেল (অব) আজিম উল্লাহ বাহারের উপস্থিতিতে তার অনুসারীদের হাতে লাঞ্ছিত হয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন। ১৬ ডিসেম্বর সোমবার দুপুরে উপজেলা চত্বরের মূল ফটকে বিজয় দিবসের অনুষ্ঠানে ফুল দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারের নেতৃত্বে বিএনপির একটি অংশ মিছিল নিয়ে উপজেলা মূল ফটকের সামনে এলে ফটক বন্ধ থাকায় বাঁধার মুখে পড়েন। এসময় বিএনপির নেতাকর্মীরা ফটকের তালা ভাঙার চেষ্টা করেন। পরে কিছু উচ্ছৃঙ্খল কর্মী তালা ভেঙে ভেতরে প্রবেশ করে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে বাকবিতণ্ডায় জড়ান। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এসময় ফটিকছড়ি থানার ওসি নূর আহমদের উপস্থিতিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাঞ্ছিত হন। উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন বলেন, জাতীয় দিবসে এমন ঘটনা দুঃখজনক। উচ্ছৃঙ্খল কর্মীদের কারণে এমন ঘটনা ঘটেছে। পরে বিএনপি নেতারা দুঃখপ্রকাশ করেছেন।

জানতে চাইলে উপজেলা বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম বলেন, শৃঙ্খলিত বৃহৎ একটি দলের কোন কর্মী প্রশাসনের সাথে বিমাতাসুলভ আচরণ করা অত্যন্ত দুঃখজনক। অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া দরকার।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান চৌধুরি দিপু বলেন, বিভিন্ন সরকারি দিবসে আওয়ামী লীগের আমলে মূল ফটক খোলা রাখলেও এখন মূল ফটক বন্ধ রাখা প্রশাসনের ধৃষ্টতা। এটি কোন ভাবেই কাম্য নয়। আমরা বিষয়টিকে নেতিবাচক হিসেবে দেখছি।

এ বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার ফোন রিসিভ করেননি। উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সরওয়ার আলমগির বলেন, মূল ফটকে তালা ভাঙা নিয়ে এমন দুঃখজনক ঘটনা ঘটেছে। অনভিপ্রেত পরিস্থিতির জন্য অতি উৎসাহী বিএনপি নেতারা দায়ী। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

ফটিকছড়ি থানার ওসি নূর আহমেদ বলেন, সরকারি কর্মকর্তাকে নাজেহাল করার ঘটনাটি অতিরিক্ত ভিড়ে সামান্য ভুল বুঝাবুঝির কারণে হয়ে । পরে সেটি সমাধান করে দেওয়া হয়েছে।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরি বলেন, বিএনপির এ রকম শোডাউন করবে এটা সম্পর্কে আমাদেরকে আগে থেকে অভিহিত করে নাই। সবাই তো সকাল থেকে যার যার মত পুষ্পস্তবক অর্পণ করছিল, কারো সাথেই  কোন সমস্যা হয়নাই। তারা হাতুড়ি ও ৫/৬ টা লাঠি আনছে তালা ভেঙেছে। উপজেলা কমিটি ধাক্কা দিয়ে ভেঙ্গে ফেলছে। আমরা এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বিএনপির নেতৃবৃন্দকে জানিয়েছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

গলাচিপায় কচ্ছপ পাচারের সময় নারী আটক
১৮ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৩:৪৭:৩৫




নেত্রকোণায় ভাইয়ের হাতে ভাই খুন
১৮ ডিসেম্বর ২০২৪ দুপুর ০২:২০:৩৩

নওগাঁয় হানাদার মুক্ত দিবস পালিত
১৮ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:৫৮:৪১



শার্শা সীমান্ত থেকে পৃথক দুটি মরদেহ উদ্ধার
১৮ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:২১:০৫