লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে মাদ্রাসার সম্পত্তি জবর দখলের চেষ্টার অভিযোগ উঠেছে মাদ্রাসার সাবেক সভাপতি আব্দুস শহিদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। সদর উপজেলার ১৪নং মান্দারী ইউনিয়নের করইতলা গ্রামে অবস্থিত কাছিমুল উলুম নুরানি মাদ্রাসা।
আব্দুস শহিদ এক সময় এ মাদ্রাসার সভাপতি পদের দায়িত্বে ছিলেন। নানান অনিয়মের সাথে জড়িত থাকায় মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেন। এরপর থেকেই তিনি মাদ্রাসার ২ শতাংশ সম্পত্তি নিজের বলে দাবি করছেন। এছাড়াও ৪ লাখ টাকা চাঁদা দাবি করছেন বলে অভিযোগ তোলেন মাদ্রাসা কর্তৃপক্ষ। দফায় দফায় সালিস-বৈঠক হলেও সমাধান মেলেনি। এরপর শুরু হয় উভয় পক্ষের পাল্টাপাল্টি মামলা। বর্তমানে মামলাটি পিবিআই তদন্তে রয়েছে বলে জানান কর্তৃপক্ষ।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, ২০১৩ সালে স্থানীয় মাহবুব মোরশেদ ও শহীদুল্লাহ্ গংদের কাছ থেকে এ জমি ক্রয় করেন তারা। তখনও এ জমি নিয়ে আব্দুস শহিদ এর সাথে কোনো বিরোধ ছিল না। কিন্তু সভাপতির পদ থেকে তাকে বহিষ্কার করার পর তিনি নানাভাবে আমাদেরকে হয়রানি করে আসছেন। মাদ্রাসার জমিকে তার জমি বলে দাবি করছেন। বর্তমানে মাদ্রাসার সম্পত্তির জোর করে দখলের চেষ্টা চলছে।
অভিযুক্ত আব্দুস শহিদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। আমি মাদ্রাসাকে সম্পত্তি দিতে রাজি। কিন্তু তারা আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available