বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার সিনিয়র সাংবাদিক আবু সাঈদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।
১৮ ডিসেম্বর বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি বদলগাছী উপজেলার চাংলা গ্রামের মৃত আফসার আলীর ছেলে।
বিকেল ৩টার দিকে আবু সাঈদ হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হলে তাকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে বিকেল সাড়ে ৪টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি দীর্ঘদিন পরিবার নিয়ে উপজেলা সদরে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি প্রতিষ্ঠালগ্ন থেকে দৈনিক আজকালের খবর পত্রিকায় বদলগাছী উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তার মৃত্যুতে জেলা প্রেস ক্লাব, জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁ এবং বদলগাছী প্রেস ক্লাব, সাংবাদিক সংস্থা বদলগাছীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available