• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ বিকাল ০৩:৪৮:০৮ (05-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ বিকাল ০৩:৪৮:০৮ (05-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিলেটে ভাড়াটিয়া বাসায় দম্পতির রহস্যজনক মৃত্যু

১৯ ডিসেম্বর ২০২৪ সকাল ০৯:০৫:৪৬

সিলেটে ভাড়াটিয়া বাসায় দম্পতির রহস্যজনক মৃত্যু

সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর চালিবন্দর মাছিমপুরে এক দম্পতির রহস্যজনক মৃত্যু হয়েছে। স্থানীয়রা এ ঘটনাকে আত্মহত্যা বললেও পুলিশ জানিয়েছে তারা অসুস্থ হয়ে মারা গেছেন। ১৮ ডিসেম্বর বুধবার মাছিমপুর খন্দকারের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- ওই বাসার ভাড়াটিয়া রুবেল আহমদ (৩০) ও তার স্ত্রী রাজনা বেগম ২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে স্ত্রী রাজনা বেগম বিষ পান করে মারা যান। খবর পেয়ে স্বামী রুবেল মিয়া বাসায় গিয়ে স্ত্রীর মৃত্যু দেখে নিজেও বিষ পান করে অসুস্থ হন। তাদের দুজনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

মডেল থানার ওসি জিয়াউল হক জানান, স্বামী-স্ত্রী দুজনেই অসুস্থ হয়ে মারা গেছেন। ঘটনাস্থরে গিয়ে তাঁদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে তারা মারা গেছেন এই দম্পতি, বিষয়টি এখনো নিশ্চিত হতে পারিনি। তদন্ত করে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শিবপুরে লটকন বাগান থেকে ৯৬ কেজি গাঁজা উদ্ধার
৫ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৩:২৪:৫৮





দিনাজপুরে ২৫৮ বোতল ফেনসিডিল উদ্ধার
৫ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ০২:৫৮:২২