• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ রাত ০৮:২৫:৪৭ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ রাত ০৮:২৫:৪৭ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঢাকা-জয়দেবপুর রুটে ৮টি কম্পিউটার কোচ চালু

১৯ ডিসেম্বর ২০২৪ দুপুর ০২:৫৭:১৯

ঢাকা-জয়দেবপুর রুটে ৮টি কম্পিউটার কোচ চালু

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: ঢাকা-জয়দেবপুর রুটে রেলওয়ে গণপরিবহন সুবিধা বাড়াতে কমিউটার ট্রেন চালু হচ্ছে। মাত্র এক ঘণ্টাতেই জয়দেবপুর থেকে ছেড়ে পৌঁছে যাবে ঢাকায়।

১৪ ডিসেম্বর ঢাকায় রেলওয়ের প্রকৌশল বিভাগে ৮টি কোচ হস্তান্তর করা হয়েছে। আর মেট্রো রেলের আদলে ওই ট্রেনটির জন্য প্রয়োজনীয় কোচ মাত্র ১৫ দিনে পুনর্নির্মাণ হয়েছে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানায়।

সূত্র জানায়, ১৫ দিন ধরে পুরাতন জরাজীর্ণ ৮টি কোচকে নতুন রূপে পুনর্নির্মাণ করা হয়েছে সৈয়দপুর রেলওয়ে কারখানায়। কারখানার ক্যারেজ শপে ও জেনারেল ওভার হিলিং শপে ওই কোচগুলো মেরামত করা হয়। কোচগুলোর পুরাতন আসন বিন্যাস ভেঙে রূপ দেওয়া হয় মেট্রোরেলের মত করে। ফলে কোচগুলোতে অধিক সংখ্যক যাত্রী দাঁড়িয়ে ও বসে যেতে পারবেন। তবে কোচের জানালার পাশে আড়াআড়ি করে দুধারে রয়েছে সিটের ব্যবস্থাও। এ ধরনের ৫টি কোচ যুক্ত হচ্ছে জয়দেবপুর কমিউটার ট্রেনে। বাকি তিনটিতে থাকবে মুখোমুখি আসন ও পাওয়ার কার।

সৈয়দপুর রেলওয়ে কারখানার ক্যারেজ শপের ইনচার্জ ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী মো. মমিনুল ইসলাম জানান, ট্রেনটির ট্রায়াল রান অনুষ্ঠিত হয়েছে। পার্বতীপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ১৬০ কিলোমিটার রান করেছে ট্রেনটি। এসময় কোনো সমস্যা ধরা পড়েনি।

ওয়ার্কস ম্যানেজার মো. মমতাজুল ইসলাম জানান, রেলওয়ে কারখানার শ্রমিক-কর্মচারী অক্লান্ত পরিশ্রম করে মাত্র ১৫ দিনের মাথায় ওই ট্রেনটি তৈরি করেন। এটি ১৪ ডিসেম্বর রেলওয়ে বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মো. মোস্তফা জাকির হাসান বলেন, অত্যন্ত টেকসই ও উন্নতমানের কোচ নির্মাণে কারখানার শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তারা সক্ষমতা দেখিয়েছেন। ভবিষ্যতে বিভিন্ন রুটে এ ধরনের কমিউটার ট্রেনের সেবা সম্প্রসারিত করা যেতে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ