• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ রাত ১১:৩৯:৪৫ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ রাত ১১:৩৯:৪৫ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাত, ঘিরে রেখেছে পুলিশ

১৯ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:২১:১৯

কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাত, ঘিরে রেখেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের ভেতরে ডাকাত ঢুকেছে এমন খবরে এলাকাবাসী ব্যাংকটির সামনে অবস্থান নিয়েছে। পরে খবর পেয়ে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাইরে থেকে ব্যাংকটি ঘিরে রেখেছেন।

এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরা ভেতরে থাকা ডাকাতদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ব্যাংকটিতে ঢুকে ডাকাত দলের সদস্যরা।

ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহমেদ মুয়িদ বিষয়টি নিশ্চিত করে জানান, চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ডাকাত প্রবেশ করলে স্থানীয়রা জড়ো হয়ে ব্যাংকে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন।

খবর পেয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে যান।

তিনি বলেন, ‘ডাকাতদের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তাদের আত্মসমর্পণ করানোর চেষ্টা করছি।’

ব্যাংকের কর্মী, পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকেন। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাত পড়ার কথা জানানো হলে আশপাশের কয়েকশ লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সরিষাবাড়ীয় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
৪ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৫১:৫৬