কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় গার্লস স্কুলের লটারি পদ্ধতিতে ভর্তি তালিকায় নাম উঠে এসেছে এক ছেলে শিক্ষার্থীর। কুমিল্লা নগরীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নওয়াব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ায় এই ঘটনা ঘটেছে।
জানা যায়, ১৭ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে বালিকা বিদ্যালয়টির ওয়েবসাইটে ৩য় ও ৬ষ্ঠ শ্রেণিতে লটারি চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে। আর এই তালিকায় ষষ্ঠ শ্রেণির প্রভাতি শাখার ৪১নং সিরিয়ালে মো. আরাফাত হোসেন নামের এক শিক্ষার্থীর নাম দেখা যায়।
এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়। ‘কুমিল্লা জিলা স্কুল ২০১৯’ নামের একটি ফেসবুক গ্রুপে ছবিটি পোস্ট করে সেখানে ক্যাপশনে লিখা হয় ‘আলহামদুলিল্লাহ, আমার আপন শালা (শ্যালক) লটারির মাধ্যমে ৪১তম হয়ে নওয়াব ফয়জুনেচ্ছা স্কুলে চান্স পেয়েছে, সবাই দোয়া করবেন।’ এই পোস্টের মন্তব্য বক্সে বিভিন্ন হাস্যরসাত্মক কথা লিখেছেন অনেকে।
এদিকে, এই ঘটনায় অনেক অভিভাবক বিরূপ মন্তব্যও করেছেন। নামপ্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি বলেছেন, লটারি পদ্ধতি নিচ্ছে ভালো কথা। কিন্তু অন্তত নাম তো দেখবে তালিকা করার সময়। গার্লস স্কুলের তালিকায় ছেলেদের নাম আসবে কেন। আরেকটু যাচাই-বাছাই করা প্রয়োজন সব কিছুতেই উদাসীনতা’।
এই বিষয়ে জানতে চাইলে নবাব ফয়জুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা আকতার বলেন, লটারি প্রক্রিয়া আমাদের হাতে নেই। এই তালিকা ঢাকা থেকে হয়ে এসেছে। ওই ছেলের অভিভাবক হয়তো না বুঝে ফয়জুন্নেছা স্কুলকে তালিকায় দিয়ে দিয়েছিলো৷আর সেকারণেই লটারিতে তার নাম উঠে এসেছে। তার পরিবর্তে অপেক্ষমান তালিকা থেকে একজনকে নেওয়া হবে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available