কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় যৌথবাহিনী মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ চার জনকে আটক করেছে।
১৯ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে উপজেলার হারাগাছ পৌরসভার চরচতুরা ও সারাই ইউনিয়নের মদামদন গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন, উপজেলার মদামদুন গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে আবুল কালাম (৫৩), লালমনিরহাটের হরিণচড়া গ্রামের মনসুর আলীর ছেলে আজিজুল হক (৪৫), গংগাচড়ার হাজীরপাড়া গ্রামের গুলজার হোসেনের ছেলে হামিদুল মিয়া (২৫) ও একই গ্রামের মৃত আ. হাকিমের ছেলে এরশাদুল (৩৩)।
রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম সোহেল যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ চারজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম সোহেল বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত রংপুর স্টেডিয়ামে অবস্থিত অস্থায়ী ক্যাম্পের সেনাবাহিনী ও হারাগাছ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৫৭ বোতল ফেনসিডিলসহ আবুল কালামকে ও ১১ বোতল ফেনসিডিলসহ আজিজুল হককে আটক করা হয়।
অপরদিকে শুক্রবার সকাল ৮টায় সারাই মদামুদন এলাকা দিয়ে মাদক নিয়ে যাওয়ার সময় ৩০ বোতল ফেনসিডিলসহ হামিদুল মিয়া ও এরশাদুলকে আটক করে যৌথ বাহিনী। এ সময় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
তিনি আরও বলেন, যৌথবাহিনীর অভিযানে বৃহস্পতিবার রাতে আটক দুইজনকে শুক্রবার সকালে মাদক মামলায় আদালতে পাঠানো হয়েছে। পরে শুক্রবার সকালে অভিযানে আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available