খাগড়াছড়ি প্রতিনিধি: ‘বৈষম্যহীন সমাজ বির্নিমাণ হোক, আমাদের অঙ্গীকার’ এই স্লোগানে মারমাদের অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ খাগড়াছড়ি সদর উপজেলা শাখার আলোচনা সভা ৭ম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
২০ ডিসেম্বর শুক্রবার খাগড়াছড়ি টাউন হলে দিনব্যাপী অনুষ্ঠানের শুরুতেই সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ত্রিপিটক পাঠ ও সংগঠনের নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ম্রাসাথোয়াই মারমা।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলার শাখার সভাপতি কংচাইরী মাস্টার, সাধারণ সম্পাদক কংজপ্রু মারমা, সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ মূলত শিক্ষা-শান্তি-ঐক্য- প্রগতি নিয়ে মারমা নারীদের আত্মকর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণ, শিক্ষা, স্বাস্থ্য সচেতন ও অন্যান্য সম্প্রদায়ের সাথে সুসম্পর্কের জন্য কাজ করে।
অনুষ্ঠানে জেলা ও সদর উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে মংখই মারমাকে সভাপতি, থোয়াইউ মারমাকে সাধারণ সম্পাদক ও রেমাদু মারমাকে সাংগঠনিক সম্পাদক করে তিন বছরের জন্য ১০১ জন সদস্য নিয়ে কার্যকরী কমিটি গঠন করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available