মো. ওসমান গনি ইলি, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল অস্ত্র, গোলাবারুদ ও ওয়াকিটকি উদ্ধার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় নারীসহ ৪ জনকে আটক করা হয়েছে।
২৮ এপ্রিল শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ১৪ এপিবিএনের অধিনায়ক, পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. জামিল হাসান এসব তথ্য জানান।
আটককৃতরা হলেন, ক্যাম্প-২-এর বি-ডাব্লিউ ব্লকের মৃত মোহাম্মদ সৈয়দের ছেলে মো. জোবায়ের (২০), ক্যাম্প-৫ এর ডি-৮ ব্লকের জোবায়ের আহমদের মেয়ে মোসা বিবি (১৬), মৃত সালেহ আহমদের স্ত্রী জামিলা বেগম (৪৮), ক্যাম্প-৬ এর ডি-৮ ব্লকের মৃত কামাল হোসেনের ছেলে নুর মোহাম্মদ (২৫)।
আটককৃতদের কাছ থেকে ৪টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ৩০টি চায়না রাইফেলের গুলি, ২৭টি পিস্তলের গুলি, ৫টি শটগানের কার্তুজ, ৩টি খালি ম্যাগজিন, ৪টি ওয়াকিটকি, ৫টি মোবাইল ও ১টি চাকু উদ্ধার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান ডিআইজি।
ডিআইজি মো. জামিল হাসান বলেন, গোপন সংবাদে জানা যায় ক্যাম্প-৭ এ ১০ থেকে ১৫ জন সন্ত্রাসী সংঘবদ্ধ হয়ে অপরাধ সংঘটিত করার পরিকল্পনা করছে। ওই সংবাদে ২৭ এপ্রিল বৃহস্পতিবার রাতে ক্যাম্পে অভিযান চালানো হয়। এ সময় এপিবিএন সদস্যদের লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে এপিবিএন সদস্যরাও পাল্টা গুলিবর্ষণ করে।
তিনি বলেন, ঘটনাস্থলে একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া যায়। পরে সন্ত্রাসীদের অবস্থান নিশ্চিত করে ২৮ এপ্রিল শুক্রবার সকাল ৭টায় নারীসহ ৪ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available