মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশের সম্পূর্ণ বিনামূল্যের অনলাইন শিক্ষামূলক প্লাটফর্ম ওয়ান ওয়ে স্কুলের উদ্যোগে আয়োজিত জাতীয় ফ্রিল্যান্সার কার্নিভাল ২.০ “ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড ২০২৪” এ খুলনা বিভাগীয় সেরা ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন মণিরামপুরের মো. তাসনিমুল হাসান প্রান্ত।
২০ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জাতীয় ফ্রিল্যান্সার কার্নিভাল ২.০ ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড ২০২৪ অনুষ্ঠানে ১৫টি ক্যাটাগরিতে সারা দেশের ৪৫ জন সফল ফ্রিল্যান্সারকে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে দেশের আটটি বিভাগের সেরা আটজন ফ্রিল্যান্সার, আটজন সেরা ফ্রিল্যান্সার মেন্টর, আটটি সেরা ফ্রিল্যান্সার ইন্সিটিটিউট, একজন করে ফ্রিল্যান্সার (স্পেশালি মেনশন), উইমেন ফ্রিল্যান্সার, টেক ইউটিউবার, এডটেক উদোক্তা, এডটেক প্রতিষ্ঠান, ই-কমার্স উদ্যোক্তা, এফ-কমার্স উদ্যেক্তা, উইমেন উদ্যেক্তা, হেল্থ টেক কোম্পানি, টেক কোম্পানি, আইটি উদ্যেক্তা, টিন ফ্রিল্যান্সার, ইয়ং প্রফেশনাল, এক্সেলেন্স ইন এডুকেশন, কমিউনিটি লিডার ও ইউনিভার্সিটি ক্লাব ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
ফ্রিল্যান্সার তাসনিমুল হাসান প্রান্ত বলেন, নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে গেলেই কেবল সাফল্য পাওয়া সম্ভব। কারণ, ফ্রিল্যান্সিং সেক্টরে শুধুমাত্র কাজের কোয়ালিটিই এনে দেবে সাফল্য। ফ্রিল্যান্সিংয়ে সফল হতে হলে পরিশ্রম আর ইচ্ছার বিকল্প নেই। ফ্রিল্যান্সিং সেক্টরে পুরুষদের পাশাপাশি নারীদের জন্য রয়েছে অপার সম্ভাবনা। তাদের উৎসাহ এবং স্বপ্ন দেখাতে পরিবারেরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available