স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার উদ্যোগে আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২১ ডিসেম্বর শনিবার বেলা ১১টায় নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এ খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
শহর শাখার সভাপতি মো. ওমর ফারুকের সভাপতিত্বে সেক্রেটারি আব্দুল আজিজ আয়োজনের সঞ্চালনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমির জনাব নুরুল ইসলাম বুলবুল।
নুরুল ইসলাম বুলবুল বলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের ক্যাম্পাসে প্রতিটি আন্দোলন ও সংগ্রামে আমরা ছাত্রদের সাথে নিয়ে অংশগ্রহণ করেছি। এমন একটা সময় ছিলো যেখানে আমরা দাওয়াতি কাজ করার সুযোগ পাইনি। ইসলামী ছাত্রশিবির দীর্ঘ ১০ বছর যাবৎ এই ক্যাম্পাসে কাজ করতে পারে নাই। শত জুলুম নির্যাতনের পরেও ছাত্রশিবির এই দেশের সকল ছাত্রদের কাছে প্রিয় একটি ছাত্র সংগঠন।
জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুল আরও বলেন, আমি ভিপি হওয়ার পর শিক্ষকদের সহযোগিতায় এই কলেজে অনার্সের ৪টি সাবজেক্ট নিয়ে এসেছি। নবাবগঞ্জ সরকারি কলেজের তেমন অবকাঠামোগত কোনো উন্নয়ন হয় নাই। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে এই নবাবগঞ্জ কলেজকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো।
সবশেষে তিনি চব্বিশের জুলাই অভ্যুত্থান ও ছাত্র আন্দোলনে শিবিরের ভূমিকার কথা তুলে ধরেন। তিনি নতুন বাংলাদেশের জন্য সংগ্রামে শহিদ ও আহত হওয়া সকলের জন্য দোয়া করেন। এই সংগ্রাম ও পরিশ্রমের ধারায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করার আহবান জানান তিনি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আমির হাফেজ গোলাম রাব্বানী, শহর শাখার সাবেক সভাপতি অ্যাড শফিক এনায়েতুল্লাহ ও মো. আবু তালেবসহ শহর শাখার অন্যান্য নেতৃবৃন্দ। শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available