সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলার সাড়ে সাত রশি বাজারে একটি তেলের মিল অবৈধভাবে দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিবলী বিশ্বাস প্রতিদিনের ন্যায় শনিবারও সকাল থেকে তার মিলের যাবতীয় কর্যক্রম করে আসছিলো। কিন্তু কোন কারণ ছাড়াই বেলা ১১টার দিকে শহিদুল ইসলাম সাহেব ও তার পরিবারের লোকজন তেলের মিলটি দখলের চেষ্টায় তার মিলের মধ্যে ঢুকে অবস্থান নেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।
শিবলী বিশ্বাস তাদের মিল থেকে বের হতে বললে তারা মিল থেকে বেড় হবেন না বলে জানান। পরে শিবলী বিশ্বাস কোন উপায় না পেয়ে সদরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে শিবলী বিশ্বাস বলেন, দীর্ঘদিন ধরে আমি আমার মিলটি পরিচালনা করে আসছি। মিলের যাবতীয় কাগজপত্র রয়েছে আমার কাছে। কিন্তু শহিদুল ইসলাম মাঝে মাঝেই আমার মিল দখল করার জন্য আসে। আমার প্রতিষ্ঠানটি তার বলে দাবি করেন। এ বিষয়ে স্থানীয়ভাবে অনেক সালিশ বিচার হয়েছে এবং একটি মামলাও চলমান আছে। তারা কোনো বিচার সালিশ মানে না।
ফারুক বিশ্বাস বলেন, আমাদের মিল নিয়ে শহিদুল ইসলাম দখলের পাঁয়তারা করছে। আমাদের সম্পত্তিতে আমরা আছি। আমাদের সকল কাগজপত্র সঠিক। তাদের কোনো কাগজপত্রই নেই। আমরা আমাদের মিল তাদের কারণে ভালো ভাবে চালাতে পারছি না।
স্থানীয়রা জানান, মূলত এ মিল ছিল ইউসুফ বিশ্বাসের। তিনি এই মিলটি পরে তার নাতি ফারুক বিশ্বাস এবং শিবলী বিশ্বাসকে দান করে যায়। এই মিলের মালিক এখন ফারুক বিশ্বাস ও শিবলী বিশ্বাস। এই মিল তারাই চালায়। এখন যারা এটা দখলের চেষ্টা করছে এটা পুরোই অযৌক্তিক।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available