• ঢাকা
  • |
  • রবিবার ৮ই পৌষ ১৪৩১ রাত ০৮:৩১:৪০ (22-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৮ই পৌষ ১৪৩১ রাত ০৮:৩১:৪০ (22-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মহাসড়কে সিএনজি চলাচলের দাবিতে ঢাকা-চট্টগ্রাম হাইউয়ে অবরোধ

২২ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৩:০৫:১৬

মহাসড়কে সিএনজি চলাচলের দাবিতে ঢাকা-চট্টগ্রাম হাইউয়ে অবরোধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশ অবরোধ করেছেন সিএনজি চালিত অটোরিকশার চালকরা। এতে ৩ কিলোমিটার সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

২২ ডিসেম্বর রোববার দুপুরে মহাসড়কের মৌচাক টার্নিং অংশে মহাসড়কসহ সকল সড়কে সিএনজি চলাচলের দাবিতে সড়ক অবরোধ করেন তারা। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে কাঁচপুরে এসে জড়ো হয় সিএনজি অটোরিকশা চালকরা।

জানা যায়, নারায়ণগঞ্জ জেলা সিএনজি মালিক-চালক সমিতির ব্যানারে প্রায় ৫০ জন চালক মহাসড়ক অবরোধ করেছেন। এতে মহাসড়কে চিটাগাংরোড থেকে সোনারগাঁ অংশের প্রায় ৩ কিলোমিটার জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাতায়াতকারী যাত্রী ও চালকরা।

অবরোধকারী চালকদের দাবি, সকল মহাসড়ক এবং সড়কে সিএনজি অটোরিকশা চলতে দিতে হবে। তাদের গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া যাবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসাধু কর্মকর্তারা টাকার বিনিময়ে কিছু সংখ্যক গাড়ি চলতে দিলেও সব সিএনজিকে মামলা দিচ্ছেন। আমাদের দাবি না মানা পর্যন্ত সড়ক ছাড়বো না। আমাদের সকল মহাসড়ক কিংবা আঞ্চলিক সড়কে চলাচল করতে দিতে হবে।

এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম জানান, সিএনজি চালকরা ১০ মিনিট চিটাগাংরোড নেমেছিলেন। পরবর্তীতে তারা এখন কাঁচপুর গেছে। কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ জানান, সড়ক অবরোধ করে রেখেছে। আমরা কথা বলছি তাদের সঙ্গে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আমার খাবার কি ফর্টিফায়েড?
২২ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫০:৩৬


কালিহাতীতে অস্ত্রসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার
২২ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২৯:৩৯




শীতে খাগড়াছড়িতে পর্যটকদের উপচেপড়া ভিড়
২২ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৩৭:৫০