নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে ধারদেনা করে আবাদ করা কৃষক জুলহাস শেখ (৬০) ও আলতাব হোসেন শেখ (৫০)। পেঁয়াজের চারা দেখে আহাজারি করতে থাকেন তারা।
২২ ডিসেম্বর রোববার দুপুরে উপজেলা কৃষি কর্মকতার কাছে লিখিত অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।
সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার পিপরুল ইউনিয়নের ছান্দাবাড়ি গ্রামে কৃষক জুলহাস শেখ লিজ নেওয়া প্রায় ১৭ শতক জমিতে ‘স্টেলা’ নামের একটি আগাছা নাশক ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হয়েছেন। একই এলাকার আলতাব হোসেন শেখ নামের এক কৃষক প্রায় ৮ শতক জমিতে একই ওষুধ প্রয়োগ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
ভুক্তভোগী কৃষকরা বলেন, দোকানদারের ভুল পরামর্শে আমাদের পেঁয়াজের জমিতে ঘাস মারার উদ্দেশ্যে মিমপেক্স কোম্পানির "স্টেলা" নামক বিষ প্রয়োগ করি। সেই স্টেলা নামক বিষ প্রয়োগ করার কারণে পেঁয়াজের চারা সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। জমিতে আর কোনো রকম ঔষধ প্রয়োগ করে স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনা সম্ভব না। আমাদের মোট ২৫ শতক জমির পেঁয়াজের চারা নষ্ট হয়ে গেছে। ৮০ হাজার টাকার ক্ষতিপূরণ দাবি জানাচ্ছি।
কীটনাশকের দোকানের মালিক আজিজুল হক কৃষকের কাছে ওষুধ বিক্রি করার কথা স্বীকার করে জানান, আমি কৃষকের কাছে ওষুধটি বিক্রি করেছি। এ বিষয়ে উক্ত কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কিষোয়ার হোসেন বলেন, কৃষকদের কাছ থেকে আমরা একটি অভিযোগ পেয়েছি। কৃষকের জমিতে "স্টেলা" নামের একটি আগাছা নাশক ব্যবহার করে পেঁয়াজের চারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির রির্পোট সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available