ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) ও বিশ্বঅলি শাহানশাহ্ হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর ৯৬তম খোশরোজ শরিফ উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ডিসেম্বর শনিবার বিকাল ৪টায় চট্টগ্রামের ষোলশহরস্থ এল জি ই ডি ভবন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কাফকো সাবেক সিও ও প্রকৌশলী আজিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা।
প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মুরশেদুল হক। আলোচক ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক পরিচালক (প্রশাসন) মো. গোলাম রসূল, চট্টগ্রাম জজ কোর্ট সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মনতোষ বড়ুয়া, তাজকিয়ার প্রধান উপদেস্টা আবু নাসের অন্তু, দৈনিক সমকালের সিনিয়র সাব-এডিটর নাসির উদ্দিন হায়দার ও মাদরাসা-এ গাউসুল আযম মাইজভাণ্ডারীর আরবী প্রভাষক মাওলানা মুহাম্মদ মুজিবুল হক মাইজভাণ্ডারী।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সফিউল আলম নিজাম, আশরাফুজ্জামান আশরাফ, মাকসুদুর রহমান হাসনু, নুরু করিম নুরু, আশরাফ উদ্দিন সিদ্দিকী, সাহাব উদ্দীব, মেঝবাহ উদ্দীন, শামসুল ইসলাম, ওমর ফারুক, সফিকুল ইসলাম সরওয়ার আলম, আকতার মিয়া, কামাল উদ্দিন, আমিনুল ইসলাম সোহেল, বদিউল আলম, মাকসুদু আলম, সাইফুল ইসলামসহ চট্টগ্রাম মহানগর শাখা কমিটির সদস্যরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available