• ঢাকা
  • |
  • সোমবার ৮ই পৌষ ১৪৩১ রাত ১২:৪২:০৩ (23-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৮ই পৌষ ১৪৩১ রাত ১২:৪২:০৩ (23-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মেধা বৃত্তির ফলাফল ঘোষণা করলো উষা: অংশগ্রহণকারী ১২৬৭, বৃত্তি ও সংবর্ধনাপ্রাপ্ত ১০৮

২২ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:০৫:৪৬

মেধা বৃত্তির ফলাফল ঘোষণা করলো উষা: অংশগ্রহণকারী ১২৬৭, বৃত্তি ও সংবর্ধনাপ্রাপ্ত ১০৮

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি: ‘ভ্রাতৃত্বের বন্ধন রাখিব অটুট’ এ স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়, বুয়েট ও মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত বুড়িচং উপজেলার সর্বপ্রাচীন সংগঠন অর্গনাইজেশন ফর স্টুডেন্টস এডভান্সমেন্ট (উষা)র মেধা বৃত্তি ২০২৪ এর ফলাফল শনিবার রাতে ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানের তারিখ পরে জানিয়ে দেয়া হবে।

উষা সভাপতি শেখ মো. মিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবীবুর রহমানের সঞ্চালনায় ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উষার সাবেক সভাপতি, কোটা সংস্কার রিটকারীদের নেতা ও ইনকিলাবের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ, সাবেক সভাপতি হারিজ খান ফাউন্ডেশনের চেয়ারম্যান মজিবুর রহমান খান সুমন, গাজী মিজানুর রহমান ও মো. তরিফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. ইমাদ উদ্দিন ও মো. নাজমুল হাসান রনি প্রমুখ।

যুক্তরাষ্ট্রপ্রবাসী উষার সাবেক সভাপতি মো. আরিফুর রহমান অপু পরিচালিত রশিদ রফিয়া ফাউন্ডেশনের স্পন্সরে এই মেধা বৃত্তি প্রদান করা হবে। উপজেলার তিনটি কেন্দ্রে ৫ম ও ৮ম শ্রেণির মোট ১২৬৭ জন অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে উষার ২৭ বছর পূর্তিকে স্মারক হিসেবে স্মরণীয় করে রাখতে ৫ম শ্রেণি থেকে ২৭ জন ও ৮ম শ্রেণি থেকে ২৭জনসহ মোট ৫৪ জনকে বৃত্তি ও একইভাবে তৎপরবর্তী মেধাক্রমের ৫৪ জনকে সংবর্ধনাসহ ১০৮জন মেধাবীকে এই প্রকল্পের আওতায় সম্মানিত করা হবে।

জানা গেছে, প্রতিষ্ঠাললগ্ন থেকে উষা সামাজিক, শিক্ষা ও সামাজিক মূল্যবোধের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রতিবছর উপজেলার শিক্ষার্থীদের মানোন্নয়নে উষা মেধা বৃত্তির আয়োজন হয়ে আসছে। ২০ ডিসেম্বর বুড়িচং উপজেলার ৩টি কেন্দ্রে একযোগে উষা মেধা বৃত্তি ২০২৪ আয়োজিত হয়। বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি কলেজ ও রামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একযোগে বৃত্তি পরীক্ষা আয়োজিত হয়।

এর আগে শনিবার বিকেলে উষার নিজস্ব অফিসে ফলাফল তৈরির কাজ পরিদর্শন করেন উষার সাবেক সিনিয়র সহ সভাপতি প্রভাষক মো. ইকবাল হোসেন ও সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন। উষা বৃত্তি পরীক্ষা-২০২৪ এর আহ্বায়ক হিসেবে উষার সাবেক সভাপতি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক সভাপতি মোজাফফর হোসেন বিপ্লব। প্রথম বৃত্তি প্রদান কমিটিতে আহবায়ক ছিলেন উষার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি কলেজের প্রভাষক আবদুল্লাহ আল মাছুম মিঠু ও সদস্য সচিব ছিলেন সাবেক সভাপতি লন্ডনপ্রবাসী সলিসিটর (ব্যারিস্টার) মো. কামরুল হাসান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আমার খাবার কি ফর্টিফায়েড?
২২ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫০:৩৬


কালিহাতীতে অস্ত্রসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার
২২ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২৯:৩৯




শীতে খাগড়াছড়িতে পর্যটকদের উপচেপড়া ভিড়
২২ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৩৭:৫০