টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
২১ ডিসেম্বর শনিবার দিবাগত রাতে কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি কাটার, একটি কাঠের লাঠি, দুইটি চাপাতি, একটি ছুরি, একটি হাতুড়ি ও ডাকাতির কাজে ব্যবহৃত ১টি পিকআপ জব্দ করা হয়।
গ্রেফতার ডাকাত দলের সক্রিয় সদস্যরা হলেন- সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর উপজেলার চরবানিয়া গ্রামের গহের আলী শেখের ছেলে শামীম শেখ (৩০), টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বেলতৈল উত্তর পাড়া গ্রামের মৃত আমছের আলীর ছেলে আব্দুল লতিফ (৪৭), একই জেলার ভূঞাপুর উপজেলার উত্তর চর বিহারী গ্রামের রহিজ উদ্দিনের ছেলে রবিউল ইসলাম রবি (২৭), একই উপজেলার হাট ফতেপুর গ্রামের মৃত একাব্বর মিয়ার ছেলে রাসেল মিয়া (২৮), সিরাজকান্দি মাস্টার পাড়া গ্রামের মৃত সোরহাব আলীর ছেলে খাদেম আলী (২৮) ও কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী মধ্যপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে আব্দুল্লা হিল কাফি (২০)।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) আব্দুল্লাহ আল ইমরান ও কালিহাতী থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া জানান, টাঙ্গাইল পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু স্যারের দিকনির্দেশনায় আমিসহ পুলিশ পরিদর্শক শরিফুল ইসলাম, এসআই মিজানুর রহমান, সঙ্গীয় এসআই মিন্টু চন্দ্র ঘোষ, এসআই কামরুল হাসান, এএসআই আবু নাঈম, এএসআই আমিনুর রহমান কালিহাতী থানার এলেঙ্গা বাসস্ট্যান্ডের ঢাকা-যমুনা সেতু মহাসড়কের পশ্চিম পাশে রশিদ কমপ্লেক্সের আহাদ মটরস্ এর সামনে মহাসড়কের পাশে শনিবার রাতে একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করেছে মর্মে গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হই।
এ সময় তাদের কাছ থেকে ১টি কাটার, একটি কাঠের লাঠি, দুইটি চাপাতি, একটি ছুরি, একটি হাতুড়ি ও ডাকাতির কাজে ব্যবহৃত ১টি পিকআপ জব্দ করা হয়।
এ সময় ডাকাতদের জিজ্ঞাসাবাদে তারা কালিহাতী থানা এলাকায় ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছিল বলে স্বীকার করেন। পরে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে রোববার বিকেলে টাঙ্গাইল আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক গরু চুরি মামলাসহ ডাকাতি মামলা রয়েছে বলেও প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available