• ঢাকা
  • |
  • সোমবার ৯ই পৌষ ১৪৩১ দুপুর ০১:১৬:০৬ (23-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৯ই পৌষ ১৪৩১ দুপুর ০১:১৬:০৬ (23-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নির্বাচনের জন্য যৌক্তিক সময় দিবে জামায়াত: মোবারক হোসাইন

২৩ ডিসেম্বর ২০২৪ সকাল ০৯:১৮:০০

নির্বাচনের জন্য যৌক্তিক সময় দিবে জামায়াত: মোবারক হোসাইন

মেহেরপুর প্রতিনিধি: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের জন্য যৌক্তিক সময় দিতে চায় জামায়াত। ২২ ডিসেম্বর রোববার বিকালে গাংনী হাইস্কুল ফুটবল মাঠে উপজেলা জামায়াতের আয়োজিত বিশাল কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসাইন বলেন, বর্তমানে দেশকে টিকিয়ে রাখার জন্য দলমত নির্বিশেষে এই সরকারকে বসানো হয়েছে। সরকারকে হটাতে বহির্বিশ্বে গভীর ষড়যন্ত্র রয়েছে। সকল কর্মী ও সমর্থকদের তাই সজাগ থাকতে হবে। ভারতের কৌশলে সেনাবাহিনীর ৫৭ জন কর্মকর্তা হত্যা এবং যুব সমাজকে ধ্বংস করতে মাদক ছড়িয়ে দিয়েছিলো শেখ হাসিনা।

স্বৈরাচার সরকার মনে করেছিল জামায়াতকে বাংলার মাটি থেকে নিঃশেষ  করে দেবে, কিন্তু পারেনি। মেহেরপুর জেলাসহ সারা দেশে জামায়াতের সকল কর্মীদের উপর শেখ হাসিনা সরকার চালিয়েছেন অত্যাচারের স্টিমরোলার। শুধু তাই নয়, স্বৈরাচারদের নির্যাতনে কর্মীরা রাতে বাসায় ঘুমাতে পারেননি, ঘুমাতে হয়েছে কারাগারে।

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা বলবো আপনার গোয়েন্দা সংস্থার লোক লাগিয়ে খোঁজ-খবর রাখেন যাতে এরা আর মাথা চাড়া দিতে না পারে। দোসরেরা আনসার লীগ, রিক্সালীগ, গার্মেন্টস শ্রমিক লীগ, ইস্কনলীগ সেঁজে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন রূপধারণ করে এ দেশে যেন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী নির্বাচন হবে ফ্রী-ফেয়ার অংশগ্রহণমূলক সকলের গ্রহণযোগ্য নির্বাচন। যে নির্বাচনে দেশের সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারবে এবং প্রত্যেকটা ভোটার নির্ভয়ে ভোট দিতে পারবেন। এই নির্বাচনের আয়োজন করতে পারবেন বর্তমানের নবনির্বাচিত নির্বাচন কমিশন।

এ কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা জামায়াতের আমির ডাক্তার মোহাম্মদ রবিউল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন গাংনী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জাহাঙ্গির আলম ও পৌর জামায়াতের সেক্রেটারি ওয়াস কুরুনী জামিল ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর-কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য ড. আলমগীর বিশ্বাস, মেহেরপুর জেলা আমির মাওলানা তাজ উদ্দীন খান, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মাহবুব উল আলম, জেলা জামায়াতের নায়েবে আমির জারজিস হুসাইন, জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হুসাইন ও মেহেরপুর পৌর জামায়াতের আমির সোহেল রানা ডলার।

এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মেহেরপুর জেলা শাখার সভাপতি ও বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ মুকুল, মেহেরপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা, গাংনী উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মজিদ, মাওলানা আব্দুর রহমান ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গাংনী উপজেলা শাখার সভাপতি আবু রায়হান।

উদ্‌বোধনী বক্তব্য রাখেন গাংনী পৌর জামায়াতের আমির আহসানুল হক। কর্মী সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য, উপজেলা আমির ও সেক্রেটারিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কর্মী সম্মেলনে মনোমুগ্ধকর হামদে বারি ও ইসলামী সংগীত পরিবেশনা করেন গাংনী আল আকসা শিল্প গোষ্ঠীর শিল্পীবৃন্দ।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর জামায়াতে ইসলামী গাংনী উপজেলায় এই প্রথম কর্মী সম্মেলন করলো। এদিকে জামায়াতের কর্মী সম্মেলনকে কেন্দ্র করে গাংনী উপজেলা শহর মিছিলের নগরীতে পরিণত হয়েছিল। বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল সহকারে এসে সম্মেলনে যোগদান করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ইউক্রেনকে ধ্বংস করার হুমকি দিলেন পুতিন
২৩ ডিসেম্বর ২০২৪ সকাল ১১:৩৫:১৫


মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৩ জন নিহত
২৩ ডিসেম্বর ২০২৪ সকাল ১০:৪৮:৫৪