• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ বিকাল ০৫:৩৭:২৭ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ বিকাল ০৫:৩৭:২৭ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

উচ্চ আদালতে জামিন নিয়েও মুক্তি মিলছে না বন্দির

২৩ ডিসেম্বর ২০২৪ দুপুর ০২:৪৭:১২

উচ্চ আদালতে জামিন নিয়েও মুক্তি মিলছে না বন্দির

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে সন্ত্রাস বিরোধী মামলার বন্দী আসামি জেএমবি হারুন অর রশিদ এর উচ্চ আদালতে জামিন মঞ্জুরের দাবি পরিবার ও আত্মীয়দের।

বন্দী হারুন অর রশিদ ২০১৭ সালে সন্ত্রাস বিরোধী একটি মামলার আসামি, তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার গুঠইল গ্রামের মৃত তাইফুর রহমান এর ছেলে।

২২ ডিসেম্বর রোববার সকালে হারুন অর রশিদ এর একজন বহিরাগত শুভাকাঙ্ক্ষী রুহুল কুদ্দুস মীর ফরহাদ আলী জেলা কারাগারের ফটকে গণমাধ্যম এর সামনে এবিষয়ে বলেন, উচ্চ আদালতের জামিনের কাগজ গত বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) জেলা কারাগারে পৌঁছালেও এখন পর্যন্ত মুক্তি দিচ্ছে না জেল সুপার শরিফুল ইসলাম ও কর্তৃপক্ষ।

তবে রাতে জেল সুপার মো. শরিফুল ইসলাম অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে জানান, নাচোলের হারুন অর রশিদ একজন জেএমবি এবং স্পর্শকাতর সন্ত্রাসবিরোধী মামলার আসামি। তার বিরুদ্ধে আদালত জামিন স্থগিতাদেশ দিয়েছে অতএব তাকে ছাড়ার প্রশ্নই আসে না, তাছাড়া আমাদের মুক্তি দেয়ার কোনো এখতিয়ার কিংবা সুযোগ নেই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ড. ইউনূসকে যা বললেন নরেন্দ্র মোদি
৪ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:৫৯:২৫