নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলার ওসমান এগ্রো লিমিটেডের মালিক ওসমান গনীকে গ্রেফতার ও পাওনা টাকা আদায়ের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী ও কৃষকরা। এ সময় জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছেন ব্যবসায়ী ও কৃষকরা।
২৩ ডিসেম্বর সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে ব্যবসায়ী ও কৃষকরা এ মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, বেলাল ট্রেডার্সের স্বত্বাধিকারী বেলাল হোসেন, মোল্লা ট্রেডার্সের সামিউল আলম, আতাউর রহমান, মিজানুর রহমান, মামুনুজ্জামানসহ আরও অনেকে।
এ সময় বক্তারা বলেন, ধান-চাল ব্যবসায়ী ওসমান এগ্রো লিমিটেডের মালিক ওসমান গনীর কাছে প্রায় ২৫০ জন ক্ষুদ্র ব্যবসায়ী ও কৃষকের ৩৫ কোটি টাকা পাওনা রয়েছে। কিন্তু তিনি টাকা না দিয়ে লাপাত্তা হয়ে যান। এখন হঠাৎ করে নিজেকে দেউলিয়া বলে দাবি করেছেন। অথচ রাজধানীসহ বিভিন্ন জায়গায় তার সম্পদের পাহাড় রয়েছে।
বক্তারা আরও বলেন, তার বিরুদ্ধে একাধিক মামলার ওয়ারেন্ট থাকার পরও বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন। মিল পরিচালনা করছেন। পাওনা টাকা না পেয়ে ক্ষুদ্র ব্যবসায়ী ও কৃষকরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। তাই অবিলম্বে মূলহোতা ওসমানসহ এর সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নিয়ে পাওনাদারদের টাকা ফেরত দেওয়ার দাবি জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available