• ঢাকা
  • |
  • সোমবার ৯ই পৌষ ১৪৩১ রাত ১১:১১:২৯ (23-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৯ই পৌষ ১৪৩১ রাত ১১:১১:২৯ (23-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

টাঙ্গাইলের সখীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

২৩ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:৪৫:৪৪

টাঙ্গাইলের সখীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজন ব্যক্তি নিহত হয়েছেন। ২৩ ডিসেম্বর সোমবার সকাল ৭টায় উপজেলার বেড়বাড়ী এলাকায়, সকাল ৯টায় সখীপুর থানার গেট সংলগ্ন এলাকায় এবং সকাল ১০টায় উপজেলার কুতুবপুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সোমবার সকাল ৭টার দিকে ট্রাক চাপায় নিহত মামুন খান (২৮) ময়মনসিংহের ভালুকা উপজেলার একটি কোম্পানিতে চাকরি করতেন। তিনি রাতে ডিউটি শেষে ফেরার পথে সখীপুর উপজেলার বেড়বাড়ী এলাকায় পৌঁছালে একটা ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত মামুন খান টাঙ্গাইল সদর উপজেলার পৌর শহরের এনায়েতপুর এলাকার আবুল কাশেমের ছেলে।

এদিকে সকাল ৯টায় সখীপুর থানার সামনে একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে জয়েন উদ্দিন (৭০) নামে এক ব্যক্তি নিহত হন। তিনি মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামের বাসিন্দা। নিহত জয়েন উদ্দিনের বেয়াই মকবুল হোসেন মারা যাওয়ায় জানাজায় অংশ নেওয়ার জন্য বাড়ি থেকে ছেলের মোটরসাইকেলযোগে উপজেলার আড়াইপাড়া গ্রামে যাওয়ার সময় সখীপুর-ঢাকা সড়কের সখীপুর থানার সামনে আসলে সড়কে স্পিড ব্রেকারে ধাক্কা খেয়ে জয়নুদ্দিন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

অন্যদিকে সকাল ১০টার দিকে মাছ আনতে নিজের ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে আবু বকর (৪৫) ঘাটাইল উপজেলার জোরদিঘী এলাকায় যাচ্ছিলেন। পথে একটি সিএনজির সাথে অটোরিকশার সংঘর্ষে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আবু বকর উপজেলার কচুয়া গ্রামের আলী হোসেনের ছেলে।  

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হলেও দুইজনের মরদেহ অভিযোগ না থাকায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। থানার সামনে ঘটা দুর্ঘটনায় নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাক ও ট্রাকের চালককে থানায় আটক করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





২০২৫ সালের স্কুলের ছুটির তালিকা প্রকাশ
২৩ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:০৫:৫৩

ফকিরহাটে ইমরান হত্যা মামলার আসামি গ্রেফতার
২৩ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৪৭:৪৫