পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কসংকেত, প্রস্তুতি ও লাইফবয়া নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
২৩ ডিসেম্বর সোমবার সকাল ১০টায় বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশের উদ্যোগে ইউএসএআইডি ব্রিজ প্রকল্পের আর্থিক সহযোগিতায় কাকচিড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হরিদ্রা বাজারে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কারিতাস বাংলাদেশ ব্রিজ প্রকল্পের ডিআরআর এন্ড সিল্ক অফিসার শুভ্রা তেরেজা সর্দার, মার্কেট লিংকেজ অফিসার নুসরাত জাহান মাফিয়া ও ইউনিয়ন সুপারভাইজার স্বর্নালী হীরা। স্থানীয় ঝুঁকিপূর্ণ জেলে সদস্যরা এ ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন।
এ সময় জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও তাদের আত্মরক্ষার লক্ষ্যে তাদের মাঝে হ্যান্ড আউট বিতরণ করা হয়। ক্যাম্পেইনে শিক্ষণীয় উপাদান হিসেবে ফেস্টুন প্রদর্শনী করা হয়। অংশ গ্রহণকারীদের দুর্যোগের প্রস্তুতি সতর্ক সংকেত ব্যবহারের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। মোট ৪০ জন জেলেকে নিয়ে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available