• ঢাকা
  • |
  • সোমবার ৯ই পৌষ ১৪৩১ রাত ১১:০৮:০২ (23-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৯ই পৌষ ১৪৩১ রাত ১১:০৮:০২ (23-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

চাঁপাইনবাবগঞ্জে রুপালী ব্যাংক পিএলসি’র আয়োজনে আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত

২৩ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:১২:২৭

চাঁপাইনবাবগঞ্জে রুপালী ব্যাংক পিএলসি’র আয়োজনে আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে রুপালী ব্যাংক পিএলসির নামোশংকরবাটী শাখার আয়োজনে উত্তম সেবা নিশ্চয়তার লক্ষ্যে আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৩ ডিসেম্বর সোমবার বেলা ১১টায় নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের হল রুমে ব্যাংক গ্রাহক পর্যায়ে এই আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ-নামোশংকরবাটী শাখা ব্যবস্থাপক ইশতিয়াক আহমদের সভাপতিত্বে ও রাজশাহী বিভাগীয় কার্যালয় এর এসপিও এলিনা আইনুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার মো. মাহবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-ব্যবস্থাপক মো. আলমগীর হোসেন, রাজশাহী জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক মো. জামিরুল ইসলাম, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসলাম কবির, সহকারী প্রধান শিক্ষক মোহা. মার্শাল প্রমুখ।

এসময় রুপালী ব্যাংক পিএসসি’র চাঁপাইনবাবগঞ্জ-নামোশংকরবাটী শাখা ব্যাংকিংয়ের শতাধিক গ্রাহক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, উক্ত বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রুপালী ব্যাংক কর্মকর্তারা ব্যাংকিংয়ের গ্রাহক সেবার বিভিন্ন সুবিধার কথা তুলে ধরেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





২০২৫ সালের স্কুলের ছুটির তালিকা প্রকাশ
২৩ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:০৫:৫৩

ফকিরহাটে ইমরান হত্যা মামলার আসামি গ্রেফতার
২৩ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৪৭:৪৫