ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ: শীতের তীব্রতায় সবচেয়ে কষ্টে থাকে সুবিধা বঞ্চিত ও নিম্ন আয়ের হতদরিদ্র মানুষ। এসব অসহায় শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘স্বপ্নপূরণ হেল্পলাইন চাঁপাইনবাবগঞ্জ’।
২৩ ডিসেম্বর সোমবার বিকালে পৌর শহরের আরামবাগস্থ এ্যাপোলো হাসপাতালের পাশে ২ শতাধিক কম্বল এলাকার শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করা হয়। পর্যায়ক্রমে অন্যান্য এলাকায় আরও শীতবস্ত্র বিতরণ করা হবে বলে ঘোষণা দেন স্বপ্নপূরণ হেল্পলাইন চাঁপাইনবাবগঞ্জ এর প্রধান উপদেষ্টা সোনামসজিদ প্রেস ক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু।
তিনি বলেন, শীতবস্ত্র বিতরণ গরিবদের প্রতি কোনো করুণা নয় বরং এটা সামর্থ্যবানদের নৈতিক দায়িত্ব। স্বপ্নপূরণের কার্যক্রমে সহায়তা দানকারীদের ধন্যবাদ জানিয়ে তিনি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান। তিনি স্বপ্নপূরণ হেল্পলাইন চাঁপাইনবাবগঞ্জ সামাজিক কর্মকাণ্ডের সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরেন এবং আগামীতেও অনুরূপ কার্যক্রম চলমান থাকবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
স্বপ্নপূরণ হেল্পলাইন চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি খালিদ হাসানের সভাপতিত্বে ও সদস্য আল হাসিবের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন এ্যাপোলো হাসপাতালের চেয়ারম্যান মো. সালাউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ফুলকুঁড়ি ইসলামি অ্যাকাডেমির প্রধান শিক্ষক আবদুল আহাদ বিশ্বাস। আরও উপস্থিত ছিলেন এ্যাপোলো হাসপাতালের প্লানিং ম্যানেজার মো. আব্দুল বারী, স্বপ্নপূরণ হেল্পলাইন চাঁপাইনবাবগঞ্জ এর উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী মো. আমির হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় মো. সালাউদ্দীন বলেন, দুর্ভোগহীন এক মানবিক সমাজ প্রতিষ্ঠায় ‘স্বপ্নপূরণ হেল্পলাইন চাঁপাইনবাবগঞ্জ’ এর সকল কার্যক্রম দরিদ্র মানুষের মনে আশার সঞ্চার করেছে। আশা করি, চাঁপাইনবাবগঞ্জে তাদের কার্যক্রম আরো সম্প্রসারিত হবে। আমরা স্বাস্থ্য সেবার বিষয়ে সার্বিক সহযোগিতাসহ এমন একটি সংগঠনের পাশে সবসময় থাকবো।
এ্যাপোলো হাসপাতালের সহযোগিতা এবং সাধারণ সম্পাদক আল মামুন সনি’র সার্বিক ব্যবস্থাপনায় উক্ত আয়োজনে আরও উপস্থিত ছিলেন, জাহিদ হাসান, হাসিবুল ইসলাম হাসিব, আরমান হোসেন, খালিদ হাসান, হাসিন সাদ সৌমিক, আল হাসিব, মুরসারলিন, সোহাগ আলী, শিশির, সায়েম, ফরহাদসহ অন্য সদস্য ও স্থানীয় সূধীবর্গ।
উল্লেখ্য, ‘স্বপ্নপূরণ হেল্পলাইন চাঁপাইনবাবগঞ্জ’ একটি সেচ্ছাসেবী সংগঠন। যা মানবিক দায়িত্ববোধে নিবেদিত তারুণ্যের আয়োজন। দারিদ্রতার কষাঘাতে যারা শুধু বেঁচে থাকার সংগ্রামকেই জীবন মনে করে তাদের কাছে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসাসহ মৌলিক মানবিক অধিকারগুলো সহজলভ্য করাই এ সংগঠনের প্রয়াস। দেশের সামাজিক উন্নয়ন ও মানুষের জীবনমানের উৎকর্ষ সাধনের স্বপ্ন নিয়ে স্বপ্নপূরণ সংগঠনটি দীর্ঘ সময় ধরে, জেলার বিভিন্ন এলাকায় সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available