• ঢাকা
  • |
  • সোমবার ৯ই পৌষ ১৪৩১ রাত ১১:২৪:১৪ (23-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৯ই পৌষ ১৪৩১ রাত ১১:২৪:১৪ (23-Dec-2024)
  • - ৩৩° সে:

রাজনীতি

শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা ইউনূস সরকারের দায়িত্ব: জোনায়েদ সাকি

২৩ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৩৩:৫৯

শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা ইউনূস সরকারের দায়িত্ব: জোনায়েদ সাকি

স্টাফ রিপোর্টার, সিলেট: জুলাই-আগস্টে দেশে নির্বিচারে হত্যাযজ্ঞ হয়েছিল। আর এসব হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। হাসিনাকে ফেরাতে ভারতকে দেওয়া চিঠি এবং বিচারের মুখোমুখি করা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

২৩ ডিসেম্বর সোমবার বিকেলে সিলেট মহানগরের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার গণসংলাপ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সাকি বলেন, সরকারের সব কাজে যে মানুষ সন্তুষ্ট হবে এমনটা নয়। আমাদের বুঝতে হবে কোন পরিস্থিতিতে এ সরকার ক্ষমতায় এসেছে। তবে সরকারের কাছে প্রত্যাশা অনেক।

সাকি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বলেছে আগামী জানুয়ারিতে নির্বাচন হবে। তবে নির্বাচনের আগে অংশীজনদের সাথে আলোচনা করতে হবে। ইতোমধ্যেই অনেকের সাথে আলোচনা করা হয়েছে। নির্বাচনের আগে ও পরে কী সংস্কার প্রয়োজন সেটি দেখতে হবে।

অভ্যুত্থানের রায় একটি ন্যূনতম রাজনৈতিক ব্যবস্থা বলে জোনায়েদ সাকি বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়াটা কোনো অবস্থাতেই যুক্তিসংগত কাজ নয়। মুক্তিযোদ্ধাকে অসম্মান করা কোনোভাবেই কাম্য নয়। যারা এ কাজ করেছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





২০২৫ সালের স্কুলের ছুটির তালিকা প্রকাশ
২৩ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:০৫:৫৩

ফকিরহাটে ইমরান হত্যা মামলার আসামি গ্রেফতার
২৩ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৪৭:৪৫