ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে গার্ল সাপোর্টার প্রোগ্রাম, উদয়াঙ্কুর সেবা সংস্থা ও একশান এইড বাংলাদেশের আয়োজনে, ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
২৩ ডিসেম্বর সোমবার দিনব্যাপী এ ক্যাম্পে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের রোগ নির্ণয় ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন বড়ভিটা ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের সহকারী স্বাস্থ্য পরিদর্শক (ইউএসসি)বিশ্বনাথ সরকার, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হাফিজুর রহমান, উদয়াঙ্কু সেবা সংস্থার স্পন্সারশীপ অফিসার বিমল চন্দ্র মন্ডল, সহকারী স্পন্সরশিপ অফিসার শিমু আক্তার ও বড়ভিটা ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক অরবিন্দু রায়।
এসময় আরও উপস্থিত ছিলেন ফুলমতি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি আতিকুর রহমান, বড়ভিটা সিসির নাসিমা আক্তার, বড়লই সিসির রোকেয়া ইয়াসমিন, বড়ভিটা ১নং ওয়ার্ডের স্বাস্থ্য সহকারী ঊষা রানী, ২নং ওয়ার্ডের নাজমা বেগম, উদয়াঙ্কুর সেবা সংস্থার ফেসিলেটেটর আরিফা খাতুন, আলেয়া খাতুন, শ্যামলী রানী, রিফ্লেক্টর ফেসিলেটেটর আনজুমান আরা, সাবিনা খাতুনসহ আরও অনেকে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available