পুবাইল (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের পূবাইলে দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে একটি পোষাক প্রতিষ্ঠানে প্রবেশ করলে এলাকাবাসী ৫ ডাকাতকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। ২৩ ডিসেম্বর সোমবার ভোরে মাঝুখান এলাকার ফ্রেন্ডস স্টাইল ওয়্যার লিমিটেড নামে একটি পোশাক কারখানা থেকে তাদের আটক করা হয়।
এ সময় ডাকাতদের হেফাজতে থাকা ১টি সুইচ গিয়ার চাকু, ১টি কাটিং প্লাস, ১টি কাটিং কেচি, ১টি ছুরি ও ১টি চাকু জব্দ করে। আটক ডাকাত দলের সদস্যরা হলেন- চান মিয়া (২৯), মো. মামুন (৩০), মো. রাসেল (২৭) ও মো. সোহেল (২৬)।
প্রতিষ্ঠানটির সহকারী অ্যাডমিন অফিসার বাবুল মিয়া এ বিষয়ে আটকদের বিরুদ্ধে পূবাইল থানায় একটি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করেছেন। প্রতিষ্ঠানটিতে গত এক বছর ধরে পোষাক উৎপাদন সম্পূর্ণ বন্ধ রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ আমিরুল ইসলাম সংবাদ মধ্যমকে বলেন, আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনি কাজ চলমান রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available