• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ রাত ০৮:৪৯:১৯ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ রাত ০৮:৪৯:১৯ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

এবার বুড়িমারী থেকেই যাতায়াত করবে ঢাকা-বুড়িমারী এক্সপ্রেস ট্রেন

২৪ ডিসেম্বর ২০২৪ সকাল ০৯:৩৭:০৫

এবার বুড়িমারী থেকেই যাতায়াত করবে ঢাকা-বুড়িমারী এক্সপ্রেস ট্রেন

লালমনিরহাট প্রতিনিধি: ঢাকা-লালমনিরহাট-ঢাকা রুটে চলাচল করা বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি এখন থেকে বুড়িমারী পর্যন্ত চলাচল করবে। যাত্রীসেবা বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জ এক্সপ্রেস ও বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের রেকের লিংক সমন্বয় করে বুড়িমারী পর্যন্ত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২৩ ডিসেম্বর সোমবার বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (টিটি) মো. মিহরাবুর রশিদ খান স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের পূর্ব ও পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপককে পাঠানো ওই চিঠিতে ট্রেনটি বুড়িমারী পর্যন্ত পরিচালনার জন্য টাইম টেকি ৫৪ তে নতুন সময়সূচি অন্তর্ভুক্তকরণ এবং বুড়িমারী স্টেশনে ট্রেন পরিচালনার প্রয়োজনীয় সুবিধাদি যেমন ওয়াটার হাইড্রান্ট, প্ল্যাটফরম সংস্কারসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা আবশ্যক বলেও জানানো হয়।

এমতাবস্থায়, বুড়িমারী এক্সপ্রেস ট্রেনকে কিশোরগঞ্জ এক্সপ্রেস ও বুড়িমারী এগলেস ট্রেনের রেকের লিংক সমন্বয় করে বুড়িমারী পর্যন্ত পরিচালনার লক্ষ্যে আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে অবকাঠামো নির্মাণসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়।

এর আগে বিভিন্ন সময়ে বিক্ষোভ ও দাবি জানিয়ে ঢাকাগামী-বুড়িমারী এক্সপ্রেস লালমনিরহাটের বুড়িমারী থেকে চালুর দাবিতে রেল ও সড়কপথ অবরোধ করেন স্থানীয়রা। দীর্ঘ প্রতীক্ষার পর বুড়িমারী-ঢাকা রেলরুটে চলতি বছর ১২ মার্চ বুড়িমারী রেলস্টেশন থেকে যাত্রা শুরু করে আন্তনগর ট্রেন ‘বুড়িমারী এক্সপ্রেস’। উদ্বোধনের পর ৯ মাস পেরিয়ে গেলেও বুড়িমারীতে আসেনি বহুল কাঙ্ক্ষিত এই ট্রেনটি।

বর্তমানে লালমনিরহাট রেলস্টেশন থেকে ঢাকার রুটে চলাচল করে। কিন্তু পাটগ্রাম উপজেলার বুড়িমারী রেল স্টেশন থেকে এই ট্রেন চালুর দাবি দীর্ঘদিনের স্থানীয় মানুষের। বুড়িমারী এক্সপ্রেস নাম পেলেও বুড়িমারী স্টেশন থেকে এখনো যাতায়াত করছে না। তাই এই প্রজ্ঞাপন জারি হ‌ওয়ায় লালমনিরহাটের চার উপজেলার বাসিন্দারা অত্যন্ত খুশি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ