রংপুর ব্যুরো: আসন্ন বড়দিন উপলক্ষে সেনাবাহিনীর সাথে রংপুর আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বড়দিন নির্বিঘ্নে পালনে সব ধরনের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেয়া হয় সেনাবাহিনীর পক্ষ থেকে।
২৩ ডিসেম্বর সোমবার সকালে রংপুর নগরীর ব্যাংকের মোড় এলাকায় জেলা চার্চ সংঘ অফিস কক্ষে আয়োজিত সভায় ফাদার রেভারেন্ড সখরীয় বৈরাগীসহ অন্য আটটি থানা থেকে চার্চের ফাদার, পুরোহিত, সাধারণ চার্চিস্টরা অংশ নেন। তাদের সাথে মতবিনিময় করেন ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম। তিনি বলেন, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি যে কোনো ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ করতে সেনাবাহিনী সব সময় সতর্ক আছে। আগামী ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে ২৪ তারিখ থেকেই নিরাপত্তা জোরদার করা হবে, যাতে উৎসবে সামান্য বিঘ্ন না ঘটে।
ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম বলেন, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে সেনাপ্রধান সকল বাংলাদেশিদের নিরাপত্তা রক্ষায় বিশেষ সজাগ। চেষ্টা করছি যাতে আমরা সবাই নিরাপদ থাকতে পারি এবং বিশ্বে যেনো আমরা তুলে ধরতে পারি যে আমরা একটা নিরাপদ স্থানে অছি।
উদ্দেশ্য একটাই আমাদের একেবারে নিশ্চিন্ত মনে আপনাদের এই বড়দিনটা উদযাপন করেন। প্রতিবারেই আপনারা জানিয়েছেন সুন্দরভাবেই করেছেন বা তখন প্রয়োজন হয়নি আমাদের আপনাদের সঙ্গে কথা বলার কিন্তু পরিস্থিতি কারণে আমাদেরকে হয়তো এখন একটু কথা বলতে হচ্ছে। আমাদের অন্যান্য যেসকল শৃঙ্খলা বাহিনী ছিলো তারাই যথেষ্ট ছিলো। এখন প্রেক্ষাপট একটু ভিন্ন তাই আমাদের সতর্কতাও বেড়েছে।
এদিকে বড় দিন উপলক্ষে নানা আয়োজন করা হয়েছে বলে জানান ফাদার সখরীয় বৈরাগী। তিনি বলেন, ২৪ ডিসেম্বর রাত থেকেই উৎসব শুরু হবে তাদের। চলবে ২৫ ডিসেম্বর রাত পর্যন্ত।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available