নারায়ণগঞ্জ প্রতিনিধি: টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাতের নিরীহ সাথীদের ওপর সাদপন্থীদের অতর্কিত হামলা দেশজুড়ে হামলায় চারজন শহীদ হয়েছেন এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। রাতের অন্ধকারে ঘুমন্ত সাথীদের ওপর ধারালো অস্ত্র দিয়ে চালানো এই বর্বর হামলা সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘৃণ্য উদাহরণ বলে উল্লেখ করেছেন নারায়ণগঞ্জের উলামা-মাশায়েখগণ।
২৩ ডিসেম্বর সোমবার বাদ আছর নারায়ণগঞ্জ জালকুড়ির নয়ামাটিতে অবস্থিত জেলা তাবলীগ মারকাজ মসজিদে ওলামা মাশায়েখগণ তৌহিদি জনতার আয়োজিত ব্যানারে এক সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এ অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলন থেকে ৪টি দাবি জানানো হয়। তা হলো- ১. হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। ২. নারায়ণগঞ্জসহ সারা দেশে সাদপন্থীদের সব মারকাজ ও কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা। ৩. সন্ত্রাসী সংগঠন হিসেবে সাদপন্থীদের নিষিদ্ধ করা ও ৪. সামাজিকভাবে তাদের বয়কট করার উদ্যোগ গ্রহণ।
সংবাদ সম্মেলনে তাবলীগ জামাতের আলমি শুরার পক্ষে ইসলামী ঐক্য জোটের কেন্দ্রীয় চেয়ারম্যান আব্দুল কাদের উপরে উল্লেখিত অভিযোগ তুলে ধরে আরো বলেন, বিশ্ব ইজতেমা ময়দান প্রস্তুত করতে সরকারের অনুমতিক্রমে শুরায়ী নেজামের (জুবায়ের পন্থী) কয়েক হাজার সাথী কাজ করছিলেন। গত ১৮ ডিসেম্বর বেলা ১১টায় সাদপন্থীদের সঙ্গে সরকারের পূর্বনির্ধারিত বৈঠক ছিল। বিশৃঙ্খলা এড়াতে রাতে সাদপন্থী নেতাদের সঙ্গে সমন্বয়কদ্বয় বৈঠক করেন এবং তাদের শান্ত থাকার আহ্বান জানান। কিন্তু বৈঠকের পরেই পরিকল্পিতভাবে সাদপন্থী সন্ত্রাসীরা ঘুমন্ত সাথীদের ওপর হামলা চালায়।
তিনি আরও বলেন, সাদপন্থী সন্ত্রাসীদের উদ্দেশ্য ছিল দেশে অরাজকতা সৃষ্টি করে বিশ্ব ইজতেমাসহ দাওয়াতী কার্যক্রম বন্ধ করা। ভারতের ‘র’ ও ইসরাঈলের ‘মোসাদ’-এর সঙ্গে সাদপন্থীদের যোগসাজশের প্রমাণ বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়েছে।
উলামা-মাশায়েখগণের পক্ষ থেকে তিনি সাদপন্থী সন্ত্রাসীদের এ ধরনের হামলাকে দেশের ইসলামপ্রিয় মানুষের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বলে অভিহিত করেন।
তিনি আহ্বান জানিয়ে বলেন, তাবলীগ জামাতের শান্তিপূর্ণ কার্যক্রম রক্ষা ও সন্ত্রাসীদের প্রতিরোধে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের, মাওলানা জুবায়ের, মুফতি মাহবুবুর রহমান, মুফতি মামুন আলহাজ্ব শাহাদাত হোসেন প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available